৮০০ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ ভারতের

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)

দেশের বিভিন্ন উৎপাদন খাতে প্রায় ৮০০ কোটি টাকা যৌথ বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছেন ভারতের বিনিয়োগকারীরা। অটোমোবাইল, তিন চাকার বাহন, শর্ষের তেল, কাগজ, ইলেকট্রনিকস ও গয়নায় তাঁরা বিনিয়োগ করতে চান। গতকাল রোববার এক মিডিয়া ব্রিফিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

ভারতের রাজস্থান রাজ্যে ২৩ আগস্ট ভারত-বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। ভারতের বাণিজ্য সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) ও বাংলাদেশের আইবিসিসিআই যৌথভাবে এ সেমিনার আয়োজন করে। এ সময় বাংলাদেশের ব্যবসায়ী দলের সফরসঙ্গী ছিলেন বিডার চেয়ারম্যান সিরাজুল ইসলাম। সফর থেকে ফিরে সেমিনারের সফলতা জানাতে এই মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করে বিডা।

রাজধানীর আগারগাঁওয়ে বিডার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ মিডিয়া ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, সহসভাপতি শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ
বিডার কর্মকর্তারা।

সিরাজুল ইসলাম জানান, ভারতে অনুষ্ঠিত সম্মেলনে বিনিয়োগকারীরা বাংলাদেশের বিভিন্ন খাতে যৌথ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। এ লক্ষ্যে ভারতীয় আটটি কোম্পানি ৯টি আগ্রহপত্র (ইওআই) স্বাক্ষর করেছে। সব মিলিয়ে প্রাথমিকভাবে প্রায় ৮০০ কোটি টাকার বিনিয়োগ প্রত্যাশা করছে বিডা। তবে এ বিনিয়োগ পর্যায়ক্রমে কয়েক বছরে আসবে।