২৩৪২ কিলোমিটার মহাসড়ক চার লেন করা হবে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা
ফাইল ছবি

সারা দেশের ২ হাজার ৩৪২ কিলোমিটার জাতীয় মহাসড়ককে উভয় পাশে সার্ভিস লেনসহ চার লেনে উন্নীত করা হবে। ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরুও হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩–২৪ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশের সময় এসব কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পরিবহন ও যোগাযোগ খাতে আগামী ২০২৩–২৪ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে ৮৭ হাজার ৬২৯ কোটি টাকা বরাদ্দ প্রদানের প্রস্তাব করা হয়েছে, যা চলতি অর্থবছরের (২০২২–২৩) চেয়ে ৬ হাজার ১১০ কোটি টাকা বেশি।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘সড়ক, সেতু, রেল, নৌ ও আকাশপথের সমন্বিত উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের উদ্দেশ্য, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে নিরাপদ, টেকসই, পরিবেশবান্ধব ও সাশ্রয়ী যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা। বিশেষ করে চলমান কার্যক্রমগুলো যথাসময়ে বাস্তবায়ন ও বাস্তবায়ন–পরবর্তী মান সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।’

বাজেট বক্তৃতায় বলা হয়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত র‌্যাম্পসহ প্রায় ৪৭ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ ২০২৪ সালের জুনের মধ্যে সম্পন্ন হবে। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত অংশ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। এটি বাস্তবায়িত হলে এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক এবং ঢাকার সঙ্গে ৩০টি জেলার যোগাযোগ স্থাপন সহজ ও যানজটমুক্ত হবে।

কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে আছে। শিগগিরই এটিকে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলেও বাজেট বক্তৃতায় উল্লেখ করেছেন অর্থমন্ত্রী।