তরুণ উদ্যোক্তাদের জন্য ১০০ কোটি টাকার তহবিল করবে সরকার

গ্রাফিক্স: প্রথম আলো

তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ১০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করার প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এ ছাড়া আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উদ্যোক্তাদের জন্য ঋণের সীমা বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে বলে জানান তিনি ।

আজ সোমবার ২০২৫–২৬ অর্থবছরে বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, তরুণ উদ্যোক্তাদের জন্য এমন তহবিল এবারই প্রথম। পাশাপাশি জুলাই গণ–অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্যও আত্মকর্মসংস্থান সৃষ্টির প্রকল্প গ্রহণ করা হয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা তরুণদের দেশের উন্নয়নে সম্পৃক্ততা বাড়ানোর জন্য আগামী অর্থবছরে ‘তারুণ্যের উৎসব’ উদ্‌যাপনের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন।

তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, দেশীয় ও বৈশ্বিক শ্রমবাজারের তরুণদের কাজের চাহিদা বৃদ্ধিতে কারিগরি প্রশিক্ষণের কারিকুলাম তৈরি করে সনদ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে চাকরি নিশ্চিত করতে শিল্পপ্রতিষ্ঠান ও প্রশিক্ষণকেন্দ্রগুলোর মধ্যে যোগসূত্র স্থাপনের চেষ্টা চলছে।