ছয় প্রতিষ্ঠান বিনিয়োগ করবে ৭৫৯ কোটি টাকা

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনসহ (বাঁ থেকে চতুর্থ) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তারা। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বেজা কার্যালয়ে।
ছবি: বেজার সৌজন্যে।

দেশের তিনটি অর্থনৈতিক অঞ্চলে ছয়টি শিল্পপ্রতিষ্ঠান ৬ কোটি ৯০ লাখ ডলার বিনিয়োগ করবে, যা দেশীয় মুদ্রায় প্রায় ৭৫৯ কোটি টাকা। প্রতিষ্ঠানগুলো অক্সিজেন উৎপাদন কেন্দ্র, আসবাব, রান্নার অ্যাপ্লায়েন্স বা উপকরণসামগ্রী তৈরির কারখানা ও হোটেল-রিসোর্ট নির্মাণ করবে। এতে সব মিলিয়ে আড়াই হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হবে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে লিনডে বাংলাদেশ লিমিটেড, মাস্টার র‌্যাকস ও ফার্নিচার, সানজানা ফেব্রিকস লিমিটেড, ওএমসি লিমিটেড, এসএফএল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড ও কিনবো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে জমি বরাদ্দের চুক্তি করেছে প্রতিষ্ঠানগুলো। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন ও নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মজিবর রহমানসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বেজা জানিয়েছে, চুক্তি সই করা কোম্পানিগুলোর মধ্যে চট্টগ্রামের মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে দুটি, কক্সবাজারের সাবরাং ট্যুরিজম পার্কে তিনটি ও জামালপুর অর্থনৈতিক অঞ্চলে একটি প্রতিষ্ঠান বিনিয়োগ করবে। এ জন্য প্রতিষ্ঠানগুলোর কাছে প্রায় ২১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে।  

কার কত বিনিয়োগ

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে পাঁচ একর জমিতে অক্সিজেন উৎপাদন প্ল্যান্ট স্থাপন করবে বহুজাতিক কোম্পানি লিনডে বাংলাদেশ। এ জন্য তারা প্রায় ১ কোটি ৭০ লাখ ডলার বিনিয়োগ করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লিনডে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিভাবসু সেনগুপ্ত জানান, জমি হস্তান্তরের পর তাঁরা দ্রুত শিল্প স্থাপন করতে আগ্রহী।

শিল্পকারখানার জন্য উপযোগী র‌্যাক ও অন্যান্য আসবাব উৎপাদনে বঙ্গবন্ধু শিল্পনগরে ৭০ লাখ ডলার বিনিয়োগ করবে মাস্টার র‌্যাকস ও ফার্নিচার। প্রতিষ্ঠানটি এ জন্য তিন একর জায়গায় কারখানা স্থাপন করবে। এখানে কর্মসংস্থান হবে প্রায় ৮০০ জনের। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আল মামুন অনুষ্ঠানে জানান, আগে দেশে শিল্পকারখানার র‌্যাক আমদানি করা হলেও বর্তমানে স্থানীয় বাজারেই তা উৎপাদিত হচ্ছে। মাস্টার র‌্যাকস এখন ইতালির প্রযুক্তি ব্যবহার করে বিশ্বমানের পণ্য তৈরি করছে।

এ নিয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে দেশি-বিদেশি প্রায় ১ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ প্রস্তাব অনুমোদিত হয়েছে। সেখানে ইতিমধ্যে পাঁচটি প্রতিষ্ঠান উৎপাদনে গেছে। আরও প্রায় ৩০টি প্রতিষ্ঠান শিল্প স্থাপনের কাজ শুরু করেছে।

কক্সবাজারের টেকনাফে অবস্থিত সাবরাং ট্যুরিজম পার্কে তিনটি প্রতিষ্ঠান হোটেল ও রিসোর্ট বানাতে গতকাল জমি বরাদ্দের চুক্তি করেছে। এর মধ্যে এশিয়াটিক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সানজানা ফেব্রিকস লিমিটেড ২ কোটি ডলার, ওএমসি লিমিটেড ৭০ লাখ ডলার ও স্ট্র্যাটেজিক ফাইন্যান্স লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান এসএফএল হোটেল অ্যান্ড রিসোর্ট ১ কোটি ৬০ লাখ ডলার বিনিয়োগ করবে।

ওএমসি লিমিটেডের পরিচালক রিজোয়ান মান্নান জানান, আবাসন খাতের পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে কক্সবাজারে বিশ্বমানের সেবা দিতে চান তাঁরা। আর এসএফএল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত জানান, সাবরাং ট্যুরিজম পার্কে বিশ্বখ্যাত হোটেল চেইন ম্যারিওটের বিনিয়োগ নিয়ে কাজ করছে তাঁর প্রতিষ্ঠান।

সাবরাংয়ে এ পর্যন্ত ২৭ জন বিনিয়োগকারী জমি বরাদ্দ পেয়েছেন। তাঁদের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ প্রায় ৩৬ কোটি ৮০ লাখ ডলার।

অন্যদিকে জামালপুর অর্থনৈতিক অঞ্চলে রান্নার অ্যাপ্লায়েন্স বা উপকরণসামগ্রী তৈরির কারখানা করবে মিয়াকো অ্যাপ্লায়েন্সের সহযোগী প্রতিষ্ঠান কিনবো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটি এ জন্য প্রায় ২০ লাখ ডলার বিনিয়োগ করবে। কিনবো ম্যানুফ্যাকচারিংয়ের এমডি মোহাম্মদ নাভিদ আহমেদ জানান, দেশে কিচেন অ্যাপ্লায়েন্সের চাহিদা পূরণ ও নিজেদের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে অর্থনৈতিক অঞ্চলে কারখানা করছেন তাঁরা।

এ নিয়ে জামালপুর অর্থনৈতিক অঞ্চলে ১৪টি প্রতিষ্ঠানের সঙ্গে জমি বরাদ্দের চুক্তি সই করেছে বেজা। আর ৬টি প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দপত্র দেওয়া হয়েছে।