পুবগাঁও অর্থনৈতিক অঞ্চল চূড়ান্ত অনুমোদন পাচ্ছে

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)

সিটি গ্রুপকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের চূড়ান্ত অনুমোদন দিতে চলেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। অনুমোদনের অপেক্ষায় থাকা ‘পুবগাঁও ইকোনমিক জোন’ হবে সিটি গ্রুপের মালিকানাধীন তৃতীয় অর্থনৈতিক অঞ্চল।

বেজার কর্মকর্তারা জানান, আগামীকাল মঙ্গলবার পুবগাঁও অর্থনৈতিক অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে। এর আগে পুবগাঁও ইকোনমিক জোনকে স্বীকৃতি দিয়ে গত ১ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করে সরকার। চূড়ান্ত অনুমোদন পেলে সেখানে শিল্প স্থাপন ও বিনিয়োগকারীদের কাছে জমি ইজারা দিতে পারবে সিটি গ্রুপ।

২০২২ সালের জুনে পুবগাঁও অর্থনৈতিক অঞ্চলকে প্রাক্‌-যোগ্যতা নিবন্ধন দেয় বেজা। এর প্রায় ২০ মাস পর চূড়ান্ত নিবন্ধন পেতে চলেছে অর্থনৈতিক অঞ্চলটি। এ নিয়ে দেশে চূড়ান্ত অনুমোদন পাওয়া বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের মোট সংখ্যা দাঁড়াবে ১৩।

পুবগাঁও অর্থনৈতিক অঞ্চলটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে প্রায় ৯৫ একর জায়গায় প্রতিষ্ঠিত। ভবিষ্যতে এর আয়তন ১৫০ একরে উন্নীত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। অর্থনৈতিক অঞ্চলটি শীতলক্ষ্যা নদীর তীরে ও ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত। এ কারণে নৌ ও সড়কপথে যোগাযোগের ভালো ব্যবস্থা রয়েছে।

বেজা ও সিটি গ্রুপের সূত্রে জানা গেছে, ইতিমধ্যে পুবগাঁও অর্থনৈতিক অঞ্চলের জমি ভরাট, সীমানাপ্রাচীর নির্মাণ, পরিষেবা সংযোগ প্রদান, মাস্টারপ্ল্যান প্রণয়ন, সম্ভাব্যতা সমীক্ষা ও পরিবেশগত প্রভাব সমীক্ষার কাজ শেষ হয়েছে। এখন বেজা থেকে চূড়ান্ত অনুমোদন পেলে সেখানে আনুষ্ঠানিকভাবে শিল্প নির্মাণের কাজ শুরু হবে।

এ নিয়ে সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা প্রথম আলোকে বলেন, পুবগাঁও অর্থনৈতিক অঞ্চলে প্রাথমিকভাবে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। কর্মসংস্থান হবে ১০ হাজারের বেশি মানুষের।

পুবগাঁও অর্থনৈতিক অঞ্চলে স্টিল মিলস, রাসায়নিক ও সিরামিক পণ্য খাতে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সিটি গ্রুপের। এ ছাড়া বিদেশি বিনিয়োগ আনতে বেশি আগ্রহী বলে জানিয়েছেন সিটি গ্রুপের কর্মকর্তারা। তাঁরা জানান, অর্থনৈতিক অঞ্চলটিতে বিনিয়োগ ও জমি বরাদ্দ নিয়ে ইতিমধ্যে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের মধ্যে কয়েকটি পক্ষ দেশে এসে জায়গাও পরিদর্শন করে গেছে।

পুবগাঁও ছাড়া সিটি গ্রুপের মালিকানায় আরও দুটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল রয়েছে। সেগুলো হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে ৭৮ একর জায়গায় অবস্থিত সিটি অর্থনৈতিক অঞ্চল ও মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নে ১০৮ একর জায়গায় প্রতিষ্ঠিত হোসেন্দি অর্থনৈতিক অঞ্চল।