চট্টগ্রামে পণ্য খালাসে লাগে ১১ দিন ৬ ঘণ্টা

চট্টগ্রাম কাস্টম হাউস
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি পণ্যের চালান খালাসে শুল্কায়নপ্রক্রিয়া সম্পন্ন করতে গড়ে ১১ দিন ৬ ঘণ্টা ২৩ মিনিট সময় লাগে। আর বেনাপোলে ১০ দিন ৮ ঘণ্টা ১১ মিনিট এবং ঢাকায় ৭ দিন ১১ ঘণ্টা ১৯ মিনিট সময় লাগে। বন্দরে পণ্য আসার পর বিল অব এন্ট্রি জমা থেকে শুরু করে কাগজপত্র দাখিল, পণ্যের চালান পরীক্ষা-নিরীক্ষা, মূল্যায়ন, শুল্ক-কর পরিশোধ এবং পণ্য খালাস করে নেওয়া—এই ছয়টি ধাপ সম্পন্ন করা হয়।

গতকাল সোমবার টাইম রিলিজ স্টাডি ২০২২ প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ গবেষণায় চট্টগ্রাম, বেনাপোল ও ঢাকা কাস্টম হাউসে আমদানি পণ্য খালাস করতে কত সময় লাগে, তা প্রকাশ করা হয়। এ গবেষণায় আরও উঠে এসেছে, আমদানিকারকের কাগজপত্র সংগ্রহ ও জমা অর্থাৎ শুল্কায়নপ্রক্রিয়া শুরুর আগেই ৭২ থেকে ৭৮ শতাংশ সময় চলে যায়।

গতকাল রাজধানীর এক হোটেলে এ গবেষণা প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এতে সভাপতিত্ব করেন। সুইজারল্যান্ডের গ্লোবাল ট্রেড ফ্যাসিলিটেশন প্রোগ্রামের সহায়তায় এ গবেষণাটি করা হয়।

গত মে মাসে ৮ হাজার ৮৬০টি বিল অব এন্ট্রি থেকে বাছাই করে ১ হাজার ২০৯টি বিল অব এন্ট্রি ব্যবহার করে এ গবেষণাটি করা হয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, এ গবেষণাটি ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও) কর্তৃক অনুমোদিত।

প্রতিবেদনে কয়েক ধরনের পণ্যের চালান খালাস করতে কত সময় লাগে, তা দেখানো হয়েছে। সেখানে বলা হয়েছে, মূলধনি যন্ত্রপাতি আমদানিতে উল্লিখিত তিন কাস্টম হাউসে গড়ে ১২ দিনের মতো সময় লাগে। এ ছাড়া পোশাকের কাঁচামাল ছাড়াতে ঢাকা কাস্টম হাউসে ৫ দিন এবং বেনাপোল ও চট্টগ্রাম কাস্টম হাউসে ১০ দিন সময় লাগে। ওষুধ পণ্য ছাড়াতে চট্টগ্রাম কাস্টম হাউসে ১০ দিন ৫ ঘণ্টার বেশি সময় লাগে।

২০১৪ সালে শুধু চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি-রপ্তানি পণ্যের খালাস নিয়ে একটি সমীক্ষা করে এনবিআর। সেখানে বলা হয়, চট্টগ্রাম কাস্টম হাউস দিয়ে তখন একটি পণ্যের চালান খালাস করতে ১১ দিন ৯ ঘণ্টা ৪৫ মিনিট সময় লাগত।

অনুষ্ঠানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের শুল্কবিষয়ক কমিটির সদস্য শামীম আহমেদ বলেন, কেন এত সময় লাগে, এর সমাধান এনবিআর করবে বলে আশা করি। করপোরেট প্রতিষ্ঠানগুলোর নিজেদের ব্যবস্থাপনা শক্তিশালী হওয়ায় সহজেই মালামাল ছাড়িয়ে নিতে পারে। তবে ছোট ও মাঝারি প্রতিষ্ঠানের সক্ষমতার অভাবের কথাও চিন্তা করতে হবে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন এনবিআরের সদস্য মাসুদ সাদিক। বক্তব্য দেন এনবিআর সদস্য আবদুল মান্নান শিকদার, জাকিয়া সুলতানা, কমিশনার আবদুল হাকিম প্রমুখ।