সুইজারল্যান্ডের কোম্পানি থেকে আমদানি করা হচ্ছে এলএনজি

এলএনজিপ্রতীকী ছবি

স্পট মার্কেট থেকে ১ কার্গো বা ৩৩ দশমিক ৬০ লাখ মেট্রিক মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করা হচ্ছে। সুইজারল্যান্ডভিত্তিক টোটাল এনার্জি গ্যাস অ্যান্ড পাওয়ার এই এলএনজি সরবরাহ করবে। এতে মোট ব্যয় হবে বাংলাদেশি মুদ্রায় ৪৭০ কোটি ৪৯ লাখ টাকা। প্রতি ইউনিটের দাম পড়বে ১০ দশমিক ৮৮ মার্কিন ডলার।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ–বিষয়ক প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল করোনা শুরু হওয়ার পর থেকে পৌনে চার বছর ক্রয় কমিটির বৈঠক করেন অনলাইনে। নতুন অর্থমন্ত্রী অনলাইন পদ্ধতির বৈঠক বাতিল করে সশরীর উপস্থিত থেকে বৈঠক করেন। অর্থমন্ত্রী হিসেবে এটি তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম ক্রয় কমিটির বৈঠক।

বিদ্যুৎ, ক্যাপটিভ বিদ্যুৎ, শিল্প ও বাণিজ্যিক খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের জন্য স্পট মার্কেট থেকে ২০২৪ সালের জানুয়ারি-জুন সময়ে মোট ১৩ কার্গো এলএনজি আমদানির প্রস্তাব এর আগে অনুমোদন পায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে। এর মধ্যে আজকের সভায় অনুমোদন করা হয়েছে এক কার্গো এলএনজি আমদানির। এই এক কার্গো এলএনজি সরবরাহের জন্য দুটি দর প্রস্তাব গ্রহণ করা হয়। এর মধ্যে একটি যুক্তরাষ্ট্রভিত্তিক, অন্যটি সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান দর দিয়েছিল প্রতি এমএমবিটিইউ ১১ দশমিক ৫৯৯ মার্কিন ডলার। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানের দর ছিল তার চেয়ে কম। তাই দর কম হওয়ায় দরপত্র প্রক্রিয়াকরণ কমিটি (পিপিসি) সুইজারল্যান্ডভিত্তিক টোটাল এনার্জি গ্যাস অ্যান্ড পাওয়ারের বিপরীতে কাজ দেওয়ার সুপারিশ করে।

এ ছাড়া সৌদি আরব, রাশিয়া, কাতার ও মরক্কো—এ চার দেশ এবং স্থানীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি থেকে ২ লাখ ৬০ হাজার টন সার কেনার প্রস্তাব অনুমোদিত হয় ক্রয় কমিটির বৈঠকে। এর মধ্যে ১ লাখ ২০ হাজার টন ইউরিয়া, ৮০ হাজার টন ডিএপি, ৩০ হাজার টন টিএসপি এবং ৩০ হাজার টন এমওপি সার রয়েছে।

বৈঠক শেষে জানতে চাইলে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাংবাদিকদের জানান, মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (সাঈদ মাহবুব খান) অনুমোদিত প্রস্তাবগুলোর তথ্য জানাবেন। তবে সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, এ দফায় তিনি প্রস্তুত নন, তবে পরের সপ্তাহ থেকে নিয়মিত ব্রিফ করবেন।