বাজেটে আরও যা যা থাকছে
বিদেশি ফুলে ভালোবাসা মানা
প্রেমিক-প্রেমিকাদের জন্য ভালো খবর নেই। আপনি ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ করবেন, সেখানে বেঁকে বসেছেন অর্থমন্ত্রী। আমদানি করা ফুলের ওপর আমদানি পর্যায়ে উৎসে কর ৫ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। একইভাবে বিদেশি ফলের ওপর একই হারে উৎসে কর বেড়েছে। দেশি ফলেই ভরসা করতে হবে। এতে বিদেশি ফুল-ফলের দাম বাড়তে পারে।
ঘোরাঘুরির খরচ বাড়বে
স্ত্রী, সন্তান কিংবা বন্ধুবান্ধব নিয়ে মজা করতে অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে যাবেন। এখন থেকে সেখানে টিকিটের দাম বাড়বে। কারণ, অর্থমন্ত্রী অ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্কের সেবা সরবরাহের ওপর ভ্যাট বাড়িয়ে সাড়ে ৭ থেকে ১৫ শতাংশ করেছেন। দেশে–বিদেশে ঘুরতে গেলেও খরচ বাড়বে। কারণ, ট্যুর অপারেটরদের সেবার ভ্যাট মওকুফ–সুবিধা প্রত্যাহার করা হয়েছে। ফলে ট্যুর প্যাকেজের দাম বাড়বে, বেশি টাকা খরচ হবে।
রেস্তোরাঁর মালিকদের মাথায় হাত
রেস্তোরাঁর মালিকদের এবার মাথায় হাত পড়েছে। আয়কর রিটার্ন জমা না দিলে তাঁদের ব্যবসার লাইসেন্স নবায়ন করা হবে না, এমন ঘোষণা এসেছে। এর মানে, রেস্তোরাঁর লাইসেন্স গ্রহণ ও নবায়নকালে ওই প্রতিষ্ঠানের মালিকের রিটার্ন জমার অনুলিপি লাগবে। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির তথ্যমতে, দেশে বর্তমানে সাড়ে চার লাখের মতো ছোট–বড় রেস্তোরাঁ আছে।
মোটরসাইকেলে বেশি সিসিতে বেশি কর
২৫০ সিসির (ইঞ্জিনক্ষমতা) বেশি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক ১০ শতাংশ ধার্য করার সুপারিশ করেছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে সংশ্লিষ্ট কিছু পণ্যের বিপরীতে বিদ্যমান আমদানি শুল্ক ৫ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এতে দাম বেশি পড়তে পারে উচ্চ সিসির মোটরসাইকেলের। তবে দেশে মোটরসাইকেলের ইঞ্জিন সংশোধনে করছাড় দেওয়া হয়েছে।
নিত্যপণ্যে করছাড়
নিত্যপণ্য সরবরাহের ক্ষেত্রে উৎসে কর কমানো হয়েছে। এবারের বাজেটে উৎসে কর ২ থেকে ১ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এই তালিকায় আছে ধান, চাল, গম, আলু, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, আদা, হলুদ, শুকনা মরিচ, ডাল, ভুট্টা, আটা, ময়দা, লবণ, ভোজ্যতেল, চিনি ইত্যাদি। ভোক্তা পর্যায়ে এসব পণ্যের দাম কমতে পারে।
উত্তরাধিকার সম্পদ হস্তান্তরে কর নেই
উত্তরাধিকার, উইল, অসিয়ত এবং অবাতিলযোগ্য কোনো ট্রাস্টমূলে সম্পদ অর্জন করলে তা করমুক্ত থাকবে। এর মানে হলো উত্তরাধিকারসূত্রে কোনো জমি, ফ্ল্যাটসহ সম্পদ পেলে তাতে কর দিতে হবে না। জানা গেছে, উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদ থেকে আসলে কোনো মূলধনি আয় হয় না।
রিটার্ন সনদ ঝুলিয়ে না রাখলে জরিমানা
ব্যবসাপ্রতিষ্ঠানে নিজেদের আয়কর রিটার্ন দেওয়ার সনদ ঝুলিয়ে না রাখলে জরিমানা করা হবে। এই সনদ প্রকাশ স্থানে থাকতে হবে। তা না হলে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা জরিমানা করতে পারবেন কর কর্মকর্তারা। এমন প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
ঘরেই কাপড় ধুতে হবে
ঘরেই কাপড়চোপড় ধুতে হবে। কারণ, যান্ত্রিক লন্ড্রি সেবার ওপর ভ্যাট বাড়ানো হয়েছে। আগে বড় বড় লন্ড্রি দোকানে বিলের ওপর ১০ শতাংশ ভ্যাট দিতে হতো। এখন তা বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। খরচ বাঁচাতে ঘরেই কাপড়চোপড় ধোয়া ছাড়া বিকল্প নেই।
লটারি জেতার স্বপ্নে হানা
হঠাৎ বড়লোক হওয়ার উপায় হলো লটারি জেতা। লটারি জিতে লাখপতি, কোটিপতি হওয়ার স্বপ্ন কে না দেখে। কিন্তু সেই স্বপ্নেও হানা দিয়েছেন অর্থমন্ত্রী। লটারির টিকিট বিক্রয়কারী সেবা সরবরাহের ক্ষেত্রে ভ্যাটের হার বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এত দিন এই সেবার ওপর ১০ শতাংশ ভ্যাট ছিল।
নিরাপত্তাপ্রহরী সেবার খরচ বাড়বে
বাসাবাড়িতে নিরাপত্তাসেবার জন্য বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের দ্বারস্থ হন বাড়ির মালিকেরা। এমনকি অফিসের নিরাপত্তা সেবার জন্য একইভাবে বেসরকারি কোম্পানির কাছে যান অনেকে। এ ধরনের নিরাপত্তাসেবা নিলে ১০ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিতে হয়। নতুন বাজেটে তা বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।
সরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ে টান
সরকারি বিশ্ববিদ্যালয়ের আয় বা তহবিল বিভিন্ন খাতে বিনিয়োগ করা হয়। সেই মুনাফার ওপর এখন ১০ শতাংশ উৎসে কর কেটে রাখা হয়। নতুন বাজেটে এ ক্ষেত্রে উৎসে কর বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে। একইভাবে ট্রাস্ট, ব্যক্তিসংঘ ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সুদ আয় থেকে ২০ শতাংশ হারে উৎসে কর কেটে রাখা হবে।