দেশে এক দিনেই কমে গেল সোনার দাম

সোনাফাইল ছবি

মাত্র এক দিনের ব্যবধানেই দেশের বাজারে সোনার দাম কমে গেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বৃহস্পতিবার সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। নতুন এ দর আগামীকাল শুক্রবার থেকে কার্যকর হবে। এর আগে গতকাল বুধবার সংগঠনটি সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল, যা আজ বৃহস্পতিবার কার্যকর হয়েছে। যদিও কাল থেকে আবার নতুন দামে কেনাবেচা হবে।

বাজুস গতকাল সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ৪০০ টাকা বাড়ালেও আজ অবশ্য আরও বেশি কমিয়েছে, যা পরিমাণে ১ হাজার ৭৫০ টাকা। অর্থাৎ বাজুস সোনার দাম যতটা বাড়িয়েছে, তার চেয়ে সাড়ে ৩০০ টাকা বেশি কমিয়েছে। তাতে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে হবে ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা। গতকাল বাড়ানোর পর প্রতি ভরি সোনার দাম উঠেছিল ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা। এটিই দেশের বাজারে এখন পর্যন্ত সোনার অলংকারের সর্বোচ্চ দাম।

বাজুস আজ বিকেলে এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে খাঁটি সোনার (পিওর গোল্ড) দাম কমেছে। সে কারণে নতুন করে সোনার দাম সমন্বয় করা হয়েছে।

জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, আগামীকাল থেকে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ৭৫০ টাকা কমে ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকায় নেমে আসবে। আর প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ১ হাজার ৬৩৩ টাকা কমে বিক্রি হবে ১ লাখ ৫ হাজার ৬৭৬ টাকায়। ১৮ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমছে। তাতে এই মানের সোনার নতুন দাম নেমে আসবে ৯০ হাজার ৫৭১ টাকায়। এ ছাড়া প্রতি ভরি সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা কমে ৭৫ হাজার ৪৬৬ টাকায় নেমে আসবে। এদিকে বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

দাম কমানোর আগে আজ দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার অলংকার ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকায়, ২১ ক্যারেট সোনা ১ লাখ ৭ হাজার ৩০৯ টাকায়, ১৮ ক্যারেট ৯২ হাজার ২৯ টাকায় ও সনাতন পদ্ধতির সোনা ৭৬ হাজার ৬৩২ টাকায় বিক্রি হয়েছে।

সদ্য বিদায়ী ২০২৩ সালে দেশের বাজারে দফায় দফায় সোনার দাম বাড়তে থাকে। এর ফলে ভালো মানের সোনার ভরির দাম লাখ টাকা ছাড়িয়ে যায়।

জুয়েলার্স সমিতির তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৩ সালে সব মিলিয়ে ২৯ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১১ বার দাম কমানো ও ১৮ বার বাড়ানো হয়। গত বছরের শুরুতে (জানুয়ারি) ভালো মানের, অর্থাৎ হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ৮৮ হাজার ৪১৩ টাকা। কয়েক দফা দাম বাড়ার পর গত ২১ জুলাই দেশের বাজারে প্রথমবারের মতো প্রতি ভরি সোনার দাম লাখ টাকা ছাড়িয়ে যায়।