সিলেট বিভাগে সেরা করদাতা হলেন যাঁরা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২১-২২ করবর্ষে সিটি করপোরেশন ও জেলা পর্যায়ের জন্য ৫২৫ জন সেরা করদাতা মনোনীত করেছে। সর্বোচ্চ করদাতা, দীর্ঘ সময় কর প্রদান, সর্বোচ্চ করদাতা নারী ও সর্বোচ্চ করদাতা তরুণ—এই চার শ্রেণিতে প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় সেরা করদাতা নির্বাচন করা হয়েছে।

গত বুধবার সেরা করদাতাদের এ তালিকা প্রকাশ করেছে এনবিআর। নির্বাচিত সেরা করদাতাদের স্থানীয়ভাবে ক্রেস্ট ও সনদ প্রদান করবে নিজ নিজ কর কার্যালয়।  

২০২১-২২ করবর্ষে সিলেটে কর অঞ্চলে শীর্ষ করদাতা হয়েছেন—মো. আবুল কালাম, মোহাম্মদ আবু তাহের ও মোহাম্মদ ফরহাদ। এ ছাড়া দীর্ঘদিন কর প্রদানের জন্য আলাউদ্দিন আহমেদ ও আলী আহমদ সেরা করদাতা হয়েছেন। নারীদের মধ্যে সর্বোচ্চ করদাতা হলেন মোছা. আফছানা আক্তার। আর ৪০ বছর বয়সের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা হলেন মো. খায়রুন হাসান।  

মৌলভীবাজার কর অঞ্চলে শীর্ষ করদাতা হয়েছেন মো. মুহিবুর রহমান, কুতুব উদ্দীন আহমেদ ও জালাল আহমদ। এ ছাড়া দীর্ঘদিন কর প্রদানের জন্য সত্য রঞ্জন দাস ও সাধন চন্দ্র ঘোষ সেরা করদাতা হয়েছেন। নারীদের মধ্যে সর্বোচ্চ করদাতা হলেন সান আরা চৌধুরী। আর ৪০ বছর বয়সের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা হলেন মো. তাম্বির চৌধুরী।

সুনামগঞ্জ কর অঞ্চলে শীর্ষ করদাতা হয়েছেন—মো. আতিকুর রহমান, অমল কান্তি চৌধুরী ও মো. মোর্শেদ আলম মুহিবুর রহমান। এ ছাড়া দীর্ঘদিন কর প্রদানের জন্য মো. গোলাম মন্তকা ও হিমাংশু আচার্য্য সেরা করদাতা হয়েছেন। নারীদের মধ্যে সর্বোচ্চ করদাতা হলেন দিলশাদ বেগম চৌধুরী। আর ৪০ বছর বয়সের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা হলেন মো. জহিরুল হক।

হবিগঞ্জ কর অঞ্চলে শীর্ষ করদাতা হয়েছেন মিজানুর রহমান, মো. গোলাম ফারুক ও মো. দুলাল মিয়া। এ ছাড়া দীর্ঘদিন কর প্রদানের জন্য মো. আবদুল মালিক ও মো. আজমান আলী সেরা করদাতা হয়েছেন। নারীদের মধ্যে সর্বোচ্চ করদাতা হলেন শাবানা বেগম। আর ৪০ বছর বয়সের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা হলেন মো. এমদাদুল হাসান।