আর্থিক খাতে মৌলিক সংস্কার এখন জরুরি

গোলটেবিল আলোচনায় উপস্থিতি বক্তারা
সংগৃহীত

বৈদেশিক মুদ্রার সংকট দেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ। দীর্ঘ মেয়াদে ডলারের দাম ধরে রাখলে তা আরও বেশি সমস্যা তৈরি করতে পারে বলে মনে করেন অর্থনীতিবিদেরা। আর সরকারের সঙ্গে ব্যবসায়ীদের ‘নেক্সাসের’ কারণে বাজারে শৃঙ্খলা ফিরছে না বলেও মন্তব্য করেছেন তাঁরা।

মাস্টারকার্ড ইকোনমিক ইনস্টিটিউট আয়োজিত ‘বৈশ্বিক, আঞ্চলিক ও বাংলাদেশের অর্থনৈতিক আউটলুক’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব মন্তব্য করেন তাঁরা। গতকাল রোববার বিকেলে রাজধানীর বনানীর একটি হোটেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশ নিয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, দেশের আর্থিক হিসাব অতীতে কখনোই ঘাটতিতে ছিল না। বর্তমানে এটি নতুন সমস্যা হিসেবে সামনে এসেছে। এ অবস্থায় দীর্ঘমেয়াদি সংকট মোকাবিলায় আর্থিক খাতের মৌলিক সংস্কার জরুরি।

আলোচনায় অংশ নিয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বা এদেশীয় পরিচালক এডিমন গিনটিং বলেন, বাংলাদেশের বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বর্তমান নীতি পর্যাপ্ত নয়। এ জন্য আর্থিক খাতের জন্য স্বল্পমেয়াদি পরিকল্পনার পরিবর্তে দীর্ঘ মেয়াদে সংস্কারের পরামর্শ দেন তিনি।

গোলটেবিল আলোচনার মূল বক্তা মাস্টারকার্ড ইকোনমিকস ইনস্টিটিউটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ ডেভিড ম্যান বলেন, মহামারি–পরবর্তী সময়ে উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার অস্থিরতা ও উচ্চ ঋণের চাপ বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলোকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। বিশেষ করে জ্বালানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি বেশি ভোগাচ্ছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রে নীতি সুদহার আরও বাড়তে থাকলে তা বৈদেশিক মুদ্রার সংকটকে আরও বাড়িয়ে তুলতে পারে।

অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) পরিচালক শাহ মো. আহসান হাবিব জানতে চান দেশে সাধারণ ব্যাংকে যেখানে মানুষের আস্থার ঘাটতি রয়েছে, সেখানে ডিজিটাল ব্যাংকের সম্ভাবনা কেমন। উত্তরে ডেভিড ম্যান বলেন, ব্যাংকিং খাতে চ্যালেঞ্জ রয়েছে, এটা ঠিক। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অন্তর্ভুক্তিমূলক অবস্থানে যেতে ফিনটেকের বিকল্প নেই।

প্রাইসওয়াটারহাউসকুপার্স (পিডব্লিউসি) বাংলাদেশের ব্যবস্থাপনা অংশীদার মামুন রশিদ বলেন, ‘নীতিনির্ধারকেরা বলছেন দেশের মূল্যস্ফীতি আমদানি করা। কিন্তু আমরা দেখছি বাজারে বিশৃঙ্খলার কারণে মূল্যস্ফীতি হচ্ছে। সরকারের অনেকের সঙ্গে ব্যবসায়ীদের একধরনের “নেক্সাস” তৈরি হয়েছে। এ কারণে বাজারে শৃঙ্খলা ফিরছে না।’

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মুহাম্মদ এ (রুমী) আলী, ডাচ্‌-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন, ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান জিয়া উদ্দিন আহমেদ প্রমুখ।