টিসিবির ফ্যামিলি কার্ড পাননি ৩৯ শতাংশ প্রকৃত উপকারভোগী
টিসিবির ফ্যামিলি কার্ড কার্যক্রমে প্রকৃত উপকারভোগী অনেকে বাদ পড়েছেন। বাদ পড়াদের ৮০ শতাংশই মনে করেন, অনিয়ম-দুর্নীতির কারণে তাঁরা তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি। ফ্যামিলি কার্ড পেতে ক্ষেত্রবিশেষে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়েছে।
দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। ‘টিসিবি’র ফ্যামিলি কার্ড কার্যক্রমে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন আজ বৃহস্পতিবার ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।
সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি স্বল্প আয়ের মানুষের জন্য নতুন সংকট হিসেবে দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ২০২২ সালের মার্চ-এপ্রিলে টিসিবি নিম্নআয়ের এক কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের সিদ্ধান্ত নেয়। এর মধ্যে করোনাকালীন সময়ের ‘২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা’ কর্মসূচির সাড়ে ৩৮ লাখ এবং নতুন সাড়ে ৬১ লাখ উপকারভোগীকে সহায়তার সিদ্ধান্ত হয়।
টিআইবির গবেষণায় ৩৫টি জেলা থেকে ১ হাজার ৪৭ জন উপকারভোগী জরিপে অংশ নেন। অংশগ্রহণকারী ব্যক্তিরা সবাই ‘২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা’ কর্মসূচির উপকারভোগী ছিলেন। চলতি বছরের এপ্রিল থেকে জুনে এই গবেষণা পরিচালিত হয়।
গবেষণায় দেখা যায়, উত্তরদাতা ব্যক্তিদের মধ্যে সাড়ে ৩৯ শতাংশই ফ্যামিলি কার্ড পাননি৷ উত্তরদাতাদের ৮০ শতাংশ মনে করেন অনিয়ম-দুর্নীতির কারণে তাঁরা তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি। ১৪ শতাংশই তাঁদের বাদ পড়ার কারণ জানেন না।
উপকারভোগী ব্যক্তিদের বাদ পড়ার পেছনে ফ্যামিলি কার্ড সম্পর্কে তথ্য না জানা, তালিকা তৈরিতে স্বচ্ছতার ঘাটতি, স্বচ্ছল ব্যক্তিদের কার্ড দেওয়া, স্থানীয় জনপ্রতিনিধিদের আত্মীয়স্বজনকে কার্ড দেওয়া, তদবির না থাকা এবং রাজনৈতিক বিবেচনায় বাদ দেওয়া অন্যতম কারণ।
ফ্যামিলি কার্ড পাওয়া উপকারভোগী ব্যক্তিদের ৪ শতাংশ অনিয়ম-দুর্নীতির শিকার হন। ক্ষেত্রবিশেষে কার্ড পেতে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়েছে। ৪ দশমিক ৭ শতাংশ উত্তরদাতা বলেছেন, তাঁরা উপকারভোগী বাছাই কমিটির সদস্য নন, এমন ব্যক্তির কাছ থেকে কার্ড পেয়েছেন। এই কার্ড দাতারা স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক দলের নেতা।
একটি ফ্যামিলি কার্ড দিয়ে দুবারে যথাক্রমে তিন ও চারটি পণ্যের প্যাকেজ ক্রয় করা গেছে। প্যাকেজের দাম ছিল ৪৬০ ও ৫৬০ টাকা। পুরো প্যাকেজ কেনা বাধ্যতামূলক ছিল। সামর্থ্য না থাকায় কার্ড পাওয়া সাড়ে ৭ শতাংশ ব্যক্তি একটি প্যাকেজও কিনতে পারেননি।
ডিলারের কাছ থেকে পণ্য কিনতে একজন উপকারভোগীর গড়ে ৩০ টাকা যাতায়াত খরচ হয়েছে। পণ্য কিনতে একজন উপকারভোগীর গড়ে সময় লেগেছে ১ ঘণ্টা ২০ মিনিট।
পণ্য কিনতে গিয়েও অনিয়ম-দুর্নীতির শিকার হয়েছেন ১৩ দশমিক ৭ শতাংশ উপকারভোগী। কিছুক্ষেত্রে ডিলার বা বিক্রয়কর্মী নির্ধারিত দামের চেয়ে ৪০ থেকে ৫০ টাকা বেশি দাম রেখেছেন। এ ছাড়া নিম্নমানের পণ্য বিক্রয়, বিক্রির সময় লাইন না মানা, সিরিয়াল আসার আগেই পণ্য শেষ হয়ে যাওয়া, নির্ধারিত সময় ট্রাক না আসার মতো অনিয়ম হয়েছে।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, টিসিবির ফ্যামিলি কার্ড কার্যক্রমে স্বচ্ছতা, ব্যবস্থাপনা, নির্দেশনা ও জবাবদিহির ঘাটতি ছিল। অনিয়ম-দুর্নীতির কারণে প্রকৃত অনেক উপকারভোগী বাদ পড়েছেন। তালিকা প্রণয়ন ও কার্ড বিতরণে বেশি ঘাটতি ছিল। দলীয় রাজনৈতিক বিবেচনায় তালিকাভুক্তির প্রক্রিয়া পরিহার করতে হবে।