দেশীয় আসবাবের ব্র্যান্ড হাতিলের চেয়ারম্যান সেলিম এইচ রহমান বলেছেন, ‘আমাদের মতো যেসব প্রতিষ্ঠান সব ক্ষেত্রে নিয়মিত কর–ভ্যাট দেয়, তাদের ওপরই সবচেয়ে বেশি চাপ। যারা কর–ভ্যাট দেয় না, তাদের দিকে কেউ যায় না। এ পরিস্থিতি থেকে আমরা মুক্তি চাই।’
সেলিম এইচ রহমান আজ বুধবার প্রথম আলো আয়োজিত ‘ডিজিটাল লেনদেনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা: পরিপ্রেক্ষিত ভ্যাট বৃদ্ধি’ শীর্ষক এক আলোচনায় এ কথা বলেন। আজ সকালে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়। তাতে ব্যবসায়ী ও ব্যাংকারদের পাশাপাশি অতিথি ছিলেন গভর্নর আহসান এইচ মনসুর ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।
প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় ডিজিটাল লেনদেনের বর্তমান পরিস্থিতি, সমস্যা ও করণীয়বিষয়ক একটি উপস্থাপনা তুলে ধরেন মাস্টারকার্ডের কান্ট্রি ডিরেক্টর সৈয়দ মোহাম্মদ কামাল।
আলোচনায় অংশ নিয়ে সেলিম এইচ রহমান আরও বলেন, ‘ফার্নিচারের বাজারে আমাদের প্রতিযোগী অনেক প্রতিষ্ঠান নিয়মিত কর–ভ্যাট দেয় না। আমরা যেহেতু প্রতি ক্ষেত্রে আইন মেনে কর–ভ্যাট দিই, তাই আমাদের খরচও বেশি। তাতে পণ্যের দামও বেশি। এ কারণে আমাদেরকে ক্রেতাদের নানা অভিযোগ শুনতে হয়।’ তিনি আরও বলেন, ‘আমরা এনবিআর অনুমোদিত ভ্যাট সফটওয়্যার ব্যবহার করি। তারপরও দেখা যায়, মাঝেমধ্যে কর কার্যালয় থেকে নানা কাগজপত্র চাওয়া হয়। এটি আমাদের জন্য বাড়তি ভোগান্তির কারণ। অথচ এনবিআর তাদের সফটওয়্যার থেকেই আমাদের নানা তথ্য সংগ্রহ করতে পারে। তাই এ ধরনের হয়রানি বা ভোগান্তি থেকে আমরা মুক্তি চাই।’
সেলিম এইচ রহমানের এই বক্তব্যের জবাবে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর আমাদের কর্মকর্তাদের বলেছি, নিয়মিত করদাতারা হচ্ছেন আমাদের কাছে ডিমপাড়া হাঁস। তাঁদের মেরে ফেলবেন না।’