ভোজ্যতেলের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ বাণিজ্য মন্ত্রণালয়

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

ভোক্তাদের না জানিয়ে সয়াবিন তেলের দাম লিটারে ৯ টাকা বাড়িয়েছে ব্যবসায়ীরা, যা ভালোভাবে নেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, ব্যবসায়ীরা সরকারকে না জানিয়ে দাম বাড়িয়েছেন, যা অযৌক্তিক। টিসিবির জন্য তেল কেনা হয়েছে, কিন্তু বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, দাম বাড়াতে মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া হয়নি, এটা আইনের ব্যত্যয়।