রাজস্ব খাত সংস্কারে সদিচ্ছার অভাব

আহসান এইচ মনসুর

রাজস্ব খাত সংস্কারে সরকারের সদিচ্ছার অভাব আছে। যে ধরনের সংস্কার প্রয়োজন, তা চিহ্নিত করা আছে। এসব সংস্কারের কথা নীতিনির্ধারকেরা জানেন। কিন্তু এই সংস্কার করতে সরকারের উচ্চ মহলের ইচ্ছার অভাব আছে বলেই সেটি হচ্ছে না। প্রথমেই বাধা আসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে থেকে।

এরপর বাধা দেন ব্যবসায়ীরা। কারণ, এই দুই শ্রেণির মধ্যে অশুভ ঐক্য আছে। তারা সংস্কার চান না। ভ্যাট আইন বাস্তবায়নের ক্ষেত্রে আমরা সেটি দেখেছি। এখন যে অবস্থা, তাতে রাজস্ব খাত সংস্কারে প্রধানমন্ত্রীকে উদ্যোগ নিতে হবে।

যদি পর্যাপ্ত রাজস্ব আদায় হতো, তাহলে এখন অর্থনীতির এই অস্থির সময়ে কিছুটা স্বস্তি থাকত। শুধু মুদ্রা বিনিময় হারের কারণে বৈদেশিক মুদ্রা বিনিময় হার বেড়ে যাওয়ায় বিদেশি ঋণের বোঝা ২০ শতাংশ বেড়ে গেছে। আবার বেশি রাজস্ব আদায় হলে শিক্ষা, স্বাস্থ্য খাতে আরও বেশি অর্থ খরচ করা যেত। রাজস্ব আদায়ের ক্ষেত্রে একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের যেন সেই উপলব্ধি নেই।

আহসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক, পিআরআই