কিশোরগঞ্জে হাওরে হচ্ছে উড়ালসড়ক, এ বছর বরাদ্দ ৭৬ লাখ টাকা

কিশোরগঞ্জে হাওরের বুকে উড়ালসড়ক নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার
ফাইল ছবি

কিশোরগঞ্জের হাওর অঞ্চলে ৫ হাজার ৬৫১ কোটি টাকা ব্যয়ে উড়ালসড়ক নির্মাণের প্রকল্প অনুমোদন করেছে সরকার। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা থেকে শুরু হয়ে করিমগঞ্জ উপজেলার মরিচখালিতে গিয়ে শেষ হবে ১৫ কিলোমিটার দীর্ঘ এ উড়ালসড়ক।

আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। হাওরের উড়ালসড়ক প্রকল্পসহ আজকের একনেক সভায় মোট ১১টি প্রকল্প পাস হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রকল্পের নথি অনুসারে, ১৫ দশমিক ৩১ কিলোমিটার দৈর্ঘ্যের উড়ালসড়কের মূল অংশ নির্মাণে খরচ হবে ২ হাজার ৭৭৩ কোটি টাকা। আর বাকি প্রায় তিন হাজার কোটি টাকা খরচ হবে জমি অধিগ্রহণ, জমির স্থাপনা বাবদ ক্ষতিপূরণ, উড়ালসড়কের জন্য সংযোগ সড়কসহ চারটি সেতু নির্মাণ এবং সড়ক প্রশস্ত করার কাজে।

উড়ালসড়ক নির্মাণে ১৫১ একর জমি অধিগ্রহণ করতে হবে বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেতু বিভাগকে। এই জমি অধিগ্রহণে খরচ হবে ২৬৬ কোটি টাকা। প্রকল্প এলাকায় জমি অধিগ্রহণের ফলে ১ হাজার ১৩২টি পরিবার ক্ষতিগ্রস্ত হবে। তাদের ক্ষতিপূরণে সরকারের খরচ হবে ২৩০ কোটি টাকা। এ ছাড়া সেতু নির্মাণ, সড়ক প্রশস্ত করা, যানবাহনের জ্বালানি, অফিস ভাড়া, বেতন-ভাতা, অন্যান্য সব খরচসহ প্রকল্পে মোট খরচ হবে ৫ হাজার ৬৫১ কোটি টাকা।

আরও পড়ুন

তবে সরকার একদিকে যখন অর্থ সাশ্রয়ের কথা বলছে, তখন কেন এই প্রকল্প—জানতে চাইলে একনেক–পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম জানান, আজ প্রকল্পটি পাস হলেও আগামী ২০২৩-২৪ অর্থবছরে জমি অধিগ্রহণের মাধ্যমে কাজ শুরু হবে। চলতি বছরের জন্য মাত্র ৭৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী অর্থবছরে জমি অধিগ্রহণের জন্য ৫৭৪ কোটি টাকা ছাড় হবে। এরপর পর্যায়ক্রমে বাকি কাজ হবে। অন্যদিকে বর্তমান যে সমস্যা চলছে, তা সাময়িক। এর ফলে সেতু প্রকল্পের কারণে কোনো প্রভাব পড়বে না।

আরও পড়ুন

একনেকে ১১ প্রকল্প অনুমোদন

আজকের একনেক সভায় প্রায় ১০ হাজার ৬৪০ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে মোট ১১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৭ হাজার ৮২৭ কোটি ৫০ লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়ন ২ হাজার ৮৮০ কোটি ১৮ লাখ টাকা।

প্রকল্পগুলোর মধ্যে ছয়টি নতুন, বাকি পাঁচটি প্রকল্প সংশোধন করে মেয়াদ বাড়ানো হয়েছে।

আরও পড়ুন

একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পানিসম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তিনটি করে প্রকল্প রয়েছে। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের অনুমোদন হয়েছে। এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় ও বিদ্যুৎ বিভাগের একটি করে প্রকল্পের অনুমোদন হয়েছে।