ব্যবসায়ী রাইসুল উদ্দিনের চাওয়া –শিল্পের কাঁচামাল আমদানিতে যেন চাপ না বাড়ে

রাইসুল উদ্দিন সৈকত চেয়ারম্যান, এলবিয়ন গ্রুপ

ডলারের মূল্যবৃদ্ধিসহ নানা কারণে দেশীয় শিল্পকারখানার কাঁচামাল আমদানিতে খরচ বেড়ে যাচ্ছে। এর সঙ্গে রয়েছে করভারের চাপ। সব মিলিয়ে শিল্পকারখানায় উৎপাদন খরচ এখন অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি।

উৎপাদন খরচ বাড়লে পণ্যের দাম বেড়ে যায়। দেশীয় ভোগের জন্য ব্যবহৃত পণ্যের দাম বাড়লে মানুষের কষ্ট হয়। আর রপ্তানি পণ্য তৈরির খরচ বাড়লে বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হয়। এ অবস্থা থেকে মুক্তির একমাত্র উপায় হলো নতুন করে যাতে শিল্পের কাঁচামালে করভার না বাড়ে।

আমরা ওষুধ শিল্প ও নিত্যব্যবহার্য পণ্য তৈরি করি। দেশে সরবরাহের পাশাপাশি বিদেশেও রপ্তানি শুরু করেছি। প্রতিযোগী যেসব দেশ নিজস্ব কাঁচামাল ব্যবহার করে, তাদের তুলনায় আমাদের উৎপাদন খরচ এমনিতেই বেশি। কারণ, আমাদের কাঁচামাল আমদানি করতে হয়। ওষুধ তৈরির অনেক কাঁচামালে করভারও রয়েছে। ডলারের বিনিময়মূল্য বৃদ্ধির সঙ্গে করভারের চাপও বেড়ে চলেছে।

চলতি বছর থেকে রপ্তানিমুখী খাতে প্রণোদনা কমানো হয়েছে। সামনে হয়তো প্রণোদনা আরও কমবে। তবে এখন থেকে উৎপাদন খরচ না কমানো গেলে বৈশ্বিক প্রতিযোগিতায় সামনে টিকে থাকা কঠিন হবে। এ জন্য যেসব কাঁচামালে করভার বেশি, সেগুলোতে কমানো দরকার। পাশাপাশি নতুন করে করভার যাতে না বাড়ে, সেটিও নিশ্চিত করা দরকার।

রাইসুল উদ্দিন সৈকত

চেয়ারম্যান, এলবিয়ন গ্রুপ