বাজেটে আপনার জন্য কী আছে, দেখে নিন একনজরে
আগামী ২০২৪–২৫ অর্থবছরের বাজেটে নানা খাতে কর বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এতে স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। যদিও আমদানি করা ও দেশে উৎপাদিত কিছু পণ্য ও সেবার ওপর বিভিন্ন ধরনের কর ও শুল্ক বাড়িয়েছেন অর্থমন্ত্রী। ফলে এসব পণ্য–সেবার দাম বাড়তে পারে, যা প্রভাব ফেলবে সাধারণ মানুষের ওপর। অবশ্য কিছু পণ্যে শুল্ক–কর কমিয়েছেনও অর্থমন্ত্রী। উচ্চ মূল্যস্ফীতির এ সময়েও করমুক্ত আয়ের সীমা বাড়াননি অর্থমন্ত্রী। সে অনুযায়ী আমরা পরিবার, ব্যবসা–বাণিজ্য, সামাজিক খাত ও শিল্প–বাণিজ্য সম্পর্কিত বাজেটের পদক্ষেপগুলো এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আপনার জন্য বাজেটে অর্থমন্ত্রী কী কী রেখেছেন, তা একনজরে দেখে নিতে পারেন।