জুন মাসে এনবিআরকে দিনে গড়ে ৪৭০০ কোটি টাকা আদায় করতে হবে
চলতি অর্থবছরের শেষ মাস, অর্থাৎ জুন মাসে প্রতিদিন গড়ে ৪ হাজার ৭০০ কোটি টাকার বেশি শুল্ক-কর আদায় করতে হবে। লক্ষ্য অর্জনে শুধু জুন মাসেই সব মিলিয়ে ১ লাখ ৪২ হাজার কোটি টাকার রাজস্ব আদায় করতে হবে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর)। এনবিআর এর আগে কখনো এক মাসে এত শুল্ক-কর আদায় করতে পারেনি।
এনবিআর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) মোট ৩ লাখ সাড়ে ২১ হাজার কোটি টাকা আদায় করেছে। এটি সাময়িক হিসাব। ভ্যাটের রিটার্ন দাখিলের হিসাবে এই সংখ্যা আরও বাড়বে।
এনবিআরকে চলতি অর্থবছরের জন্য ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকার সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে। মূল লক্ষ্য ছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা।
অর্থবছরের শুরু থেকেই লক্ষ্য থেকে পিছিয়ে পড়েছে এনবিআর। ক্রমে লক্ষ্য ও আদায়ের ব্যবধান বাড়তে থাকে। বছর শেষে বড় রাজস্ব–ঘাটতির শঙ্কা করা হচ্ছে।
এনবিআরের কর্মকর্তারা জানান, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। এ ছাড়া অর্থনীতি তথা ব্যবসা-বাণিজ্য শ্লথগতিও রাজস্ব আদায়ে পিছিয়ে পড়ার কারণ। আমদানি শুল্ক ও ভ্যাট আদায়ে বিঘ্ন ঘটেছে। আয়কর কর কম আদায় হয়েছে। সর্বশেষ এনবিআর বিলুপ্তি নিয়ে আন্দোলনের প্রভাবও পড়েছে। তাঁরা বলেন, প্রতিবছর এনবিআরের ওপর যৌক্তিকভাবে বিশাল লক্ষ্য দেওয়া হয়েছে। এ জন্য লক্ষ্য অর্জিত হয় না।
জুন মাসে ঈদ উপলক্ষে ১০ দিন সরকারি ছুটি আছে। এ জন্য রাজস্ব আদায়ে গতি কম থাকবে। তাই এ বছরের বিশাল লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে জানান অনেক শুল্ক-কর কর্মকর্তা।
এনবিআর সূত্রগুলো বলছে, মে মাস পর্যন্ত শুল্ক খাতে সাড়ে ৯২ হাজার কোটি টাকা, ভ্যাট খাতে ১ লাখ সাড়ে ২৪ হাজার কোটি টাকা এবং আয়কর খাতে ১ লাখ ৪ হাজার ৪১৩ কোটি টাকার রাজস্ব আহরণ করা হয়েছে।