দক্ষিণ এশিয়ায় আইএফসির আঞ্চলিক পরিচালক ইমাদ ফাখৌরি

ইমাদ এন ফাখৌরিবিজ্ঞপ্তি

ইমাদ এন ফাখৌরিকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্বব্যাংক গ্রুপের সদস্য আইএফসি। তিনি নয়াদিল্লি থেকে কাজ পরিচালনা করবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি খাত, সরকার ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি ফাখৌরি আইএফসির কৌশল ও পরিচালনার নেতৃত্ব দেবেন।

আইএফসির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট রিকার্ডো পুলিতি বলেছেন, দক্ষিণ এশিয়ায় সম্ভাবনা অনুসন্ধান ও সমৃদ্ধির পথ প্রশস্ত করতে অর্থনৈতিক প্রবৃদ্ধির পালে হাওয়া লাগানো ও কর্মসংস্থান সৃষ্টি করা অপরিহার্য। তিনি আরও বলেন, ফাখৌরির নেতৃত্ব ও দক্ষতা আইএফসির পরিসর আরও সম্প্রসারিত করবে এবং বেসরকারি খাতের উন্নয়ন উৎসাহিত করবে। সেই সঙ্গে এই অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে।

বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যে উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষিণ এশিয়ায় বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন ফাখৌরি। তিনি বলেন, এই অঞ্চলের জন্য অর্জনযোগ্য ও উদ্ভাবনী সমাধানের পথ বাতলে অর্থনীতিকে আরও পরিবেশবান্ধব, অন্তর্ভুক্তিমূলক, ঘাতসহ করতে সাহায্য করবে আইএফসি।

২০২২-২৩ অর্থবছরে আইএফসি দক্ষিণ এশিয়ায় ৩৪৫ কোটি ডলারের দীর্ঘমেয়াদি বিনিয়োগ করেছে। এর মধ্যে ১৩০ কোটি ডলার অন্যান্য বিনিয়োগকারীর কাছ থেকে সংগ্রহ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।