পিকেএসএফে নতুন চেয়ারম্যান নিয়োগ
পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আদেশে আজ এই নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সংঘবিধির অনুচ্ছেদ ৬ (ই) এবং অনুচ্ছেদ ৫২–তে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শেখ আব্দুর রশীদকে পরবর্তী তিন বছরের জন্য পিকেএসএফের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।
এর আগে পিকেএসএফের চেয়ারম্যান ছিলেন মো. খায়রুল হোসেন।