দেশের ব্যাংক খাতে সুশাসন চান সম্পাদকেরা

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সবাই ভ্যাট-কর কমানোর কথা বলেন। কিন্তু সরকারের আয় কীভাবে বাড়বে, সে কথা কেউই বলেন না। 

বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়া বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে বড় ঋণখেলাপিদের ঋণ পুনঃ তফসিলের মাধ্যমে দেওয়া সুবিধাও। অর্থমন্ত্রীকে এমন পরামর্শ দিয়ে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠার কথা বলেছেন সম্পাদকেরা।

ভার্চ্যুয়াল মাধ্যমে গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রাক্‌-বাজেট আলোচনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমের সম্পাদকেরা এসব পরামর্শ দেন। আলোচকদের সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, অর্থমন্ত্রী ব্যাংক খাত নিয়ে তেমন কিছুই বলেননি। তিনি ব্যবসায়ের মুনাফার একটা অংশ করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় খরচ করে দরিদ্র মানুষদের এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

অর্থমন্ত্রী বলেন, প্রাক্‌-বাজেট আলোচনায় সবাই ভ্যাট-কর কমানোর কথা বলেন। কিন্তু সরকারের আয় কীভাবে বাড়বে, সে কথা কেউই বলেন না। অর্থনীতি তো একমুখী হতে পারে না। তাঁর প্রশ্ন, আয় না বাড়িয়ে যদি শুধু ব্যয় সংকোচন করা হয়, তাহলে দেশ চলবে কী করে।

সূত্র জানায়, ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক শামসুল হক জাহিদ বলেন, জ্বালানি তেল ও গ্যাসের দাম যেহেতু আন্তর্জাতিক বাজারে কমে আসছে, ফলে দাম সমন্বয়ের সুযোগ রয়েছে। সমন্বয় হলে অর্থাৎ কমানো হলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা প্রদান ও ঋণখেলাপিদের ঋণ পুনঃ তফসিলের মাধ্যমে সুবিধা দেওয়া বন্ধ করা এবং ব্যাংক খাতে সুশাসন আনার পরামর্শ দেন শামসুল হক জাহিদ।

চ্যানেল আই-এর পরিচালক (বার্তা) শাইখ সিরাজ বলেন, করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে অর্থনীতির ক্ষতি হয়েছে। তবে কৃষির ওপর ভিত্তি করে টিকে রয়েছে এ দেশের অর্থনীতি। তাই এ খাতকে এগিয়ে নিতে বরাদ্দ আরও বাড়াতে হবে। তিনি বলেন, প্রান্তিক কৃষকেরা এখনো সরাসরি ব্যাংকঋণ পান না। কম সুদে তাঁদের ব্যাংকঋণ দিতে হবে।

আমাদের নতুন সময়-এর সম্পাদক নাঈমুল ইসলাম খান বলেন, বিভিন্ন ব্যাংকের অনিয়ম-দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। দেশে ব্যাংক খাতের অনিয়ম নিয়ে জনমনে আতঙ্ক রয়েছে। কিন্তু ব্যাংক বা অন্য কর্তৃপক্ষ থেকে এ ব্যাপারে স্পষ্ট কিছু বলা হচ্ছে না। ব্যাংক খাত কী অবস্থায় রয়েছে, এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত।

বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক নঈম নিজাম বলেন, সংবাদপত্রের করপোরেট করের হার পোশাক খাতের চেয়েও বেশি। এটা কমাতে হবে। নিউজপ্রিন্টের দাম দ্বিগুণ হয়েছে। এ শিল্প যাতে জাদুঘরে চলে না যায়, সেই ব্যবস্থা নিতে হবে সরকারকে।