চাকরির বাজারে কদর বাড়ছে যেসব পেশার

সম্প্রতি মার্কিন সাময়িকী ফোর্বস চাকরির বাজারের এই পরিবর্তনের একটি রূপ ধরার চেষ্টা করেছে। যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান বিভাগের তথ্য পর্যালোচনা করে তারা দেখিয়েছে, আগামী কয়েক বছরে বাজারে কোন ধরনের চাকরির বেশি কদর থাকবে।

চাকরিপ্রতীকী ছবি

চাকরির বাজারে যাঁরা চোখ রাখেন তাঁরা জানেন, বাজারের চেহারা বছর-বছর বদলে যায়। প্রযুক্তিগত পরিবর্তন ও মানুষের জীবনযাত্রার ধরনের পার্থক্যের কারণে প্রতিবছরই নতুন নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে। তবে সব চাকরির কদর সব সময় থাকে না। আজ বাজারে যে চাকরির কদর বেশি, কয়েক বছর পর তার আর সে রকম কদর না-ও থাকতে পারে। 

সম্প্রতি মার্কিন সাময়িকী ফোর্বস চাকরির বাজারের এই পরিবর্তনের একটি রূপ ধরার চেষ্টা করেছে। যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান বিভাগের তথ্য পর্যালোচনা করে তারা দেখিয়েছে, আগামী কয়েক বছরে বাজারে কোন ধরনের চাকরির বেশি কদর থাকবে। এই চাকরিগুলোর মধ্যে কিছু চাকরি এত নতুন যে কয়েক বছর আগেও অধিকাংশ মানুষ তার নাম জানত না, সেই সঙ্গে কিছু কিছু পুরোনো চাকরির কাটতি আবার বৃদ্ধির পথে। অর্থাৎ সেগুলো দ্রুত বর্ধনশীল চাকরির তালিকায় ঢুকে পড়েছে। 

সফটওয়্যার ডেভেলপমেন্ট

দ্রুত বর্ধনশীল চাকরির তালিকায় সবার ওপরে আছে সফটওয়্যার ডেভেলপমেন্ট। মার্কিন শ্রম পরিসংখ্যান দপ্তরের পূর্বাভাস, ২০২২ থেকে ২০৩২ সাল পর্যন্ত সফটওয়্যার ডেভেলপারদের চাকরির প্রবৃদ্ধি হবে ২৫ শতাংশ। এর কারণ জীবনের সব ক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি। প্রযুক্তির ব্যবহার বেড়ে যাওয়ায় সফটওয়্যার তৈরি, পরীক্ষা-নিরীক্ষা, উন্নয়ন, রক্ষণাবেক্ষণ করতে পারেন, এমন মানুষের চাহিদা বাড়ছে। এদিকে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারও বাড়ছে। তাতে এআইয়ের জগতে সফটওয়্যার তৈরি করতে পারেন, এমন মানুষের চাহিদাও বাড়বে। 

বিষয়টি হচ্ছে, অন্যান্য চাকরির চাহিদা বাড়বে না তা নয়, তবে সফটওয়্যার ডেভেলপারদের চাহিদা দ্রুত হারে বাড়বে। সে কারণে ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, যাঁরা এখন ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন, তাঁদের জন্য সফটওয়্যার ডেভেলপমেন্ট চাকরির বড় ক্ষেত্র হবে। সামগ্রিকভাবে প্রযুক্তির উন্নতি হচ্ছে, সে জন্য প্রযুক্তি খাতে চাকরির চাহিদাও বাড়ছে।

ইনফরমেশন সিস্টেম ম্যানেজার

এই পদে যাঁরা কাজ করেন, তাঁরা কোম্পানির প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় ভূমিকা রাখেন। এই চাকরির ভবিষ্যৎ ভালো বলেই মনে করা হচ্ছে। মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর পূর্বাভাস, চলতি দশকে এই চাকরির চাহিদা বাড়বে ১১ শতাংশ। ইনফরমেশন সিস্টেম ম্যানেজাররা কোম্পানির প্রযুক্তি চাহিদা নিরূপণ করে সঠিক সমাধান বের করার চেষ্টা করেন। 

এই পেশাদারেরা প্রযুক্তিকে ব্যবসার সঙ্গে সম্পর্কিত করে কোম্পানিকে হালনাগাদ রাখেন। কেউ যদি প্রযুক্তির জগতের মানুষ হন এবং নেতৃত্বের আসনে যেতে চান, তাহলে এই পদ হবে তাঁর যথার্থ টিকিট।

নিবন্ধিত নার্স

স্বাস্থ্যসেবা খাতে স্থিতিশীল প্রবৃদ্ধি হচ্ছে, এ ছাড়া নার্সদের চাকরির গুরুত্ব সব সময়ই আছে ও থাকবে। মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর পূর্বাভাস, ২০২২ থেকে ২০৩২ সালের মধ্যে নার্সদের চাকরির প্রবৃদ্ধি হবে ৯ শতাংশ। ফলে বোঝা যাচ্ছে, দক্ষ ও সহানুভূতিসম্পন্ন নার্সদের চাহিদা বাড়ছে। এটাও মনে রাখা দরকার, যুক্তরাষ্ট্রে বর্তমানে নার্সের ঘাটতি আছে।

আরেকটি বিষয় হলো, দেশে দেশে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে চিকিৎসা প্রযুক্তির উন্নতি হচ্ছে এবং প্রতিরোধমূলক সেবার চাহিদা বাড়ছে, সে কারণে এই খাতে অনেক কাজের সুযোগ তৈরি হবে। সবচেয়ে বড় কথা, নিবন্ধিত নার্স হওয়ার মধ্য দিয়ে কেউ চাইলে মানুষের জীবন ও কল্যাণে প্রকৃত অর্থেই অর্থবহ প্রভাব ফেলতে পারেন। নার্সরা হাসপাতাল, ক্লিনিক, নার্সিংহোমসহ মানুষের বাড়িতেও কাজ করতে পারেন।

মেডিকেল ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাপক

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালী করতে মেডিকেল ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাপকদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান দপ্তরের পূর্বাভাস, ২০২২ থেকে ২০৩০ সাল পর্যন্ত এক দশকে এই চাকরির প্রবৃদ্ধি হবে ৩২ শতাংশ। 

এই ব্যবস্থাপকদের কাজ হচ্ছে, হাসপাতাল, ক্লিনিক ও দীর্ঘমেয়াদি সেবাকেন্দ্রগুলোতে স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা করা। তাঁরা একদিকে আইন ও বিধিবিধান পরিপালন নিশ্চিত করতে পারেন, অন্যদিকে স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে গতি আনতে পারেন। তাঁদের কাজ ঠিক নার্সদের মতো সরাসরি সেবা দেওয়া নয়, বরং স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা বজায় রাখা। ফলে স্বাস্থ্যসেবার কার্যকারিতা বৃদ্ধিতে তাঁদের ভূমিকা আছে এবং এই পদে কাজ করে মানুষ চাইলে নিজের নেতৃত্বগুণের বিকাশ ঘটাতে পারেন।

অর্থ ব্যবস্থাপক

অর্থ ছাড়া পৃথিবীতে কিছুই হয় না, সে কারণে অর্থ ব্যবস্থাপকদের চাহিদা সব সময় ছিল, আছে ও থাকবে। ব্যবসা-বাণিজ্যের ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণে তাঁদের বড় ভূমিকা থাকে। মার্কিন শ্রম ও পরিসংখ্যান দপ্তরের পূর্বাভাস, ২০২২ থেকে ২০৩২ সালের মধ্যে এই চাকরির প্রবৃদ্ধি হবে ১৭ শতাংশ। 

অর্থ ব্যবস্থাপকেরা কোম্পানির বিনিয়োগ, পরিকল্পনা, পরিচালনা ও সমন্বয়ের মধ্য দিয়ে কোম্পানির আর্থিক লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অর্থাৎ কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অর্থ ব্যবস্থাপকদের প্রভাব আছে, এই ভূমিকা স্থির বা নির্দিষ্ট নয়, অত্যন্ত গতিশীল।

সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতির অবস্থা ভালো নয়, চলতি ২০২৪ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির হার কমবে বলে বিশ্বব্যাংক ও আইএমএফের মতো প্রতিষ্ঠানগুলো পূর্বাভাস দিয়েছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও মিডিয়া শিল্পে এখনো ছাঁটাই চলছে। এত এত নেতিবাচক খবরের মধ্যেও ইতিবাচক দিক হলো, কিছু কিছু চাকরির চাহিদা বাড়ছে। এসব চাকরি শুধু জীবিকা অর্জনের মাধ্যম নয়, একই সঙ্গে চারপাশের বিশ্বকে পরিবর্তনের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।