রাজস্ব আদায়ে ঘাটতি ৫,৫০০ কোটি টাকা

জাতীয় রাজস্ব বোর্ডছবি: সংগৃহীত

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক-কর আদায়ে ঘাটতি সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। এ সময়ে এনবিআর আদায় করেছে ৬৫ হাজার ৭৩৭ কোটি টাকা। ওই তিন মাসে রাজস্ব আদায়ে লক্ষ্য ছিল ৭১ হাজার ২৫৬ কোটি টাকা।

এনবিআরের সাময়িক হিসাবে এ চিত্র পাওয়া গেছে। চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে কমলেও গত বছরের তুলনায় বেড়েছে রাজস্ব আদায়। চলতি অর্থবছরের প্রথম তিন মাসের রাজস্ব আদায় গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৬৩ শতাংশ বেশি।

চলতি অর্থবছরে (২০২২-২৩) এনবিআরকে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকার বিশাল লক্ষ্য দেওয়া হয়েছে। লক্ষ্য অর্জনে গতবারের চেয়ে প্রায় ২৫ শতাংশ বেশি প্রবৃদ্ধি অর্জন করতে হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বৈশ্বিক মন্দার পূর্বাভাসের কারণে দেশের অভ্যন্তরে অর্থনীতি কিছুটা শ্লথগতিতে আছে। এসব কারণে কাঙ্ক্ষিত হারে রাজস্ব আদায় হচ্ছে না। এনবিআর কর্মকর্তারা আশা করেন, বছরের দ্বিতীয়ার্ধে ব্যবসা-বাণিজ্য আবারও গতি পাবে। রাজস্ব আদায় বাড়বে।

এনবিআর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট সবচেয়ে বেশি আদায় হয়েছে। এ খাতে আদায় ২৩ হাজার ২১৫ কোটি টাকা। ঘাটতি হয়েছে ১ হাজার ৪২৬ কোটি টাকা। এরপর আমদানি পর্যায়ে শুল্ক-কর আদায় হয়েছে ২২ হাজার ৪৩৩ কোটি টাকা। এ খাতে ঘাটতি ২ হাজার ৬৮৭ কোটি টাকা। অন্যদিকে প্রথম তিন মাসে আয়কর খাতে ২০ হাজার ৮৭ কোটি টাকা। এ খাতে লক্ষ্যের চেয়ে ১ হাজার ৪০৫ কোটি টাকা পিছিয়ে আছে।