অবকাঠামোর পাশাপাশি জলবায়ু খাতেও অর্থায়ন করতে চায় এআইআইবি

আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেন এআইআইবির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান রজত মিশ্র।সংগৃহীত

অবকাঠামোর পাশাপাশি বাংলাদেশের জলবায়ু খাতেও অর্থায়ন করতে চায় এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেন এআইআইবির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান রজত মিশ্র। সাক্ষাৎ শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘এআইআইবি আমাদের খুব কাছের; আমরা খুবই খুশি যে তারা আমাদের সহযোগিতা করতে চাচ্ছে।’

নতুন কোনো খাতে সহযোগিতা চেয়েছেন কি না—জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘তাঁরা আমাদের খাত বের করতে বলেছেন; যেটাই হোক, তাঁরা সহযোগিতা করার চেষ্টা করবেন।’

অর্থমন্ত্রী বলেন, ‘তারা নীতি নিয়েও কাজ করছে, আবার আমাদের প্রয়োজনের বিষয়টিও দেখবে। একই সঙ্গে দুটি বিষয়ই বিবেচনা করবে, এটা কিছুটা নতুন মনে হলো।’

অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, ‘তারা বেশি যুক্ত হতে চায় অবকাঠামো খাতে; আমরা এতে সম্মত, আমরা বাজেট সহায়তা কর্মসূচি আরও দেওয়ার অনুরোধ করেছি।’