উড়োজাহাজের ইঞ্জিন আমদানিতে কর ছাড়

উড়োজাহাজপ্রতীকী ছবি

সাধারণ মানুষের জন্য খুব একটা কর ছাড় না থাকলেও উড়োজাহাজের ইঞ্জিন আমদানিতে কর ছাড় দেওয়া হয়েছে। উড়োজাহাজের ইঞ্জিন আমদানি করলে অগ্রিম মূল্য সংযোজন কর দিতে হবে না। এই কর প্রত্যাহার করা হয়েছে বাজেটে।

গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রস্তাবিত বাজেটে এসব কথা বলেছেন।

উড়োজাহাজের ইঞ্জিনের পাশাপাশি ওই সব ইঞ্জিনের যন্ত্রাংশ, টার্বো প্রপেলার, টার্বো প্রপেলারের যন্ত্রাংশ আমদানি করলেও তা ভ্যাটমুক্ত থাকবে।

বাংলাদেশে সরকারি সংস্থা বিমান ছাড়াও বেসরকারি কয়েকটি বিমান সংস্থা আছে। সেগুলো হলো ইউএস বাংলা, এয়ারআস্ট্রা ও নভোএয়ার। এ ছাড়া ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে কয়েকটি ছোট উড়োজাহাজ পরিচালনা করা হয়। এ ছাড়া বেশ কিছু প্রতিষ্ঠান হেলিকপ্টার সেবাও দেয়।