এনবিআরের অচলাবস্থা নিরসনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

আজ বৃহস্পতিবারও এনবিআরের কর্মকর্তা–কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেনছবি: প্রথম আলো

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অচলাবস্থা নিরসনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছে আন্দোলনকারী এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আজ বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ হস্তক্ষেপ কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে ২৭ জুনের মধ্যে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণের আলটিমেটাম দেওয়া হয়েছে। তা না হলে ২৮ জুন থেকে এনবিআরসহ সারা দেশের শুল্ক ও কর কার্যালয়ে লাগাতার ‘শাটডাউন’ কর্মসূচি শুরু হবে। এ ছাড়া ২৮ জুন সারা দেশ থেকে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার বলেন, এ মুহূর্তে এনবিআর চেয়ারম্যানের অপসারণ ছাড়া সংস্কারের আর কোনো পথ খোলা নেই।

বিকেল পৌনে ৫টা পর্যন্ত এনবিআরের সব ফটক বন্ধ করে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কেউ ঢুকতে পারছেন না, বেরও হতে পারছেন না।

আরও পড়ুন