বাধা সরানোর জন্যই আমি এসেছি: নতুন পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম
পরিকল্পনা মন্ত্রণালয়

নতুন পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম বলেছেন, বিদেশি অর্থায়নের প্রকল্প বাস্তবায়নে তিনি সবচেয়ে বেশি জোর দেবেন। প্রকল্প বাস্তবায়নে যেন কোনো ধরনের বিলম্ব না হয় এবং তা বাধাগ্রস্ত না হয়, সেটি তিনি নিশ্চিত করবেন। এ ছাড়া গ্রামীণ যোগাযোগ বৃদ্ধি ও স্বাস্থ্য খাতের উন্নয়নেও কাজ করবেন বলে জানান তিনি।

মন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে আব্দুস সালাম এসব কথা বলেন। এর আগে সকাল সাড়ে ১০টায় পরিকল্পনা মন্ত্রণালয়ে পৌঁছে প্রথমে এনইসি সম্মেলনকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী।

প্রকল্প বাস্তবায়নে সব বাধা সরানো হবে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, ‘আমি দেখতে চাই, প্রকল্প বাস্তবায়নে বাধা কোথায়। সে বাধা আমি সরিয়ে দেব, বিশ্বাস রাখেন। এখানে কোনো ছাড় নেই। আপস করার সুযোগ নেই; বাধা সরানোর জন্যই আমি এসেছি।’

মন্ত্রী আরও বলেন, ‘যতটুকু বুঝলাম, আমাদের পাইপলাইনে অনেক প্রকল্প রয়েছে। এর মধ্যে বিদেশি অর্থায়নের অনেক প্রকল্পও আছে। আমি বিদেশি অর্থায়নের প্রকল্পে জোর দিতে বেশি আগ্রহী হব; কারণ, দেশে অর্থ আসা দরকার। প্রকল্প বাস্তবায়নে যাতে বিলম্ব না হয়, সে লক্ষ্যে আমি কাজ করব। কারণ, প্রকল্প যত বেশি ও দ্রুত বাস্তবায়ন হবে, তত দ্রুত পাইপলাইনে থাকা অর্থ আমাদের কাছে আসবে। সে হিসেবে আমি এটিকে অগ্রাধিকার বলে মনে করি।’

মন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম
সংগৃহীত

গ্রামীণ যোগাযোগ ও স্বাস্থ্যব্যবস্থায় জোর

পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম বলেন, ‘প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে গ্রামীণ যোগাযোগব্যবস্থা ও স্বাস্থ্য খাতেও আমার অগ্রাধিকার থাকবে। গ্রামীণ যোগাযোগব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রকল্পে অর্থায়ন পাওয়া কঠিন হলেও তার চেষ্টা করা হবে। গ্রাম থেকে মানুষেরা যেন পাকা সড়ক ধরে শহরে আসতে পারে, তাদের পণ্য পরিবহন করতে পারে, সে ব্যবস্থা করা হবে। এতে গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পালেও হাওয়া লাগবে।’

পাশাপাশি স্বাস্থ্যব্যবস্থায় বিশেষ জোর দেওয়া হবে উল্লেখ করে আব্দুস সালাম বলেন, ‘দেশের স্বাস্থ্য খাতে অনেক ধরনের অভাব ও অভিযোগ আছে, এর বেশির ভাগই সমাধানযোগ্য। যেমন রোগীদের সেবার বিষয়ে চিকিৎসকদের সচেতন থাকতে হবে। চিকিৎসকের উপস্থিতি গ্রামীণ এলাকার জন্য বড় বিষয়। এ ছাড়া ওষুধ না থাকার বিষয়টিও আমরা দেখতে চাই। কারণ, গ্রামের মানুষের চিকিৎসার বিষয়টা খুবই কষ্টদায়ক; আমি এখানে পরিবর্তন আনতে চাচ্ছি।’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুর্নীতির বিষয়েও কথা বলেন নতুন পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম। তিনি বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদন অনেক বেড়েছে। কিন্তু সরবরাহব্যবস্থায় সমস্যা আছে; অনেক কোম্পানির বিদ্যুৎ পাওয়া যায় না। কারণটা হলো দুর্নীতি। অনেকে মিটারের জন্য টাকা নেয়, এ ধরনের অনেক সমস্যা আছে। এগুলো যাতে কমিয়ে আনা যায়, সে চেষ্টা করা হবে।

দুর্নীতির বিরুদ্ধে নিজের শক্ত অবস্থান থাকবে জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি দুর্নীতির বিষয়ে ছাড় দেব না। আমার যে ভূমিকা আছে, সেটা আমি নিশ্চিত করব। সেখানে কার্পণ্য হবে না, এটা আমি বলতে পারি।’