অর্থনীতির ভালোমন্দ ২২ ঘটনা

বিদায় ২০২১-২২ অর্থবছর। আজ ২০২২-২৩ অর্থবছরের প্রথম দিন। করোনার বড় ধাক্কা সামলে যখন অর্থনীতিতে গতি ফিরতে শুরু করে, তখন আন্তর্জাতিক বিশ্ব, বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বদলে দেয় পুরো পরিস্থিতি। যুদ্ধের ধাক্কা লেগেছে দেশের অর্থনীতিতেও। আমদানি খরচ বেড়ে যাওয়ায় দেখা দেয় ডলার-সংকট। আবার আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য বৃদ্ধির উত্তাপ ছড়িয়ে পড়ে দেশের বাজারেও। তাতে সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারের আর্থিক খাতের নীতিনির্ধারকদের মাথাব্যথার বড় কারণ হয়ে ওঠে মূল্যস্ফীতি। নতুন অর্থবছরেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই সরকারের বড় চ্যালেঞ্জ। তবে সদ্য বিদায়ী অর্থবছরের একেবারে শেষে এসে নানা সংকটের মধ্যেও উচ্ছ্বাস ছড়ায় পদ্মা সেতু। ২০২২ সালে সমাপ্ত ২০২১-২২ অর্থবছরের ভালো-মন্দ মিলিয়ে ২২টি উল্লেখযোগ্য ঘটনা নিয়ে এ আয়োজন।

১. সম্ভাবনার নতুন নাম পদ্মা সেতু

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হয় গত ২৫ জুন। এরই মধ্যে এ সেতু দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন নিয়ে এসেছে। অর্থনীতিবিদেরা বলছেন, পদ্মা সেতু ভবিষ্যতে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি ১ থেকে দেড় শতাংশ বাড়াবে। এ সেতু সুফলভোগী জেলাগুলোতে কৃষি ও কৃষিভিত্তিক শিল্পের পাশাপাশি পাটশিল্প, পর্যটন খাতে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

২. আট বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি

মূল্যস্ফীতিই সদ্য বিদায়ী অর্থবছরের সবচেয়ে বড় সংকট হয়ে সামনে এসেছে। গত মে মাসের মূল্যস্ফীতি ছিল আট বছরের মধ্যে সর্বোচ্চ। মে মাসে ৭ দশমিক ৪২ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে। এর আগে সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল ২০১৪ সালের মে মাসে, ৭ দশমিক ৪৮ শতাংশ। কয়েক মাস ধরে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে জিনিসের দাম বৃদ্ধির ফলে দেশে এ উচ্চ মূল্যস্ফীতি হয়েছে।

৩. মাথাপিছু আয় এখন ২,৮২৪ ডলার

দেশের মানুষের মাথাপিছু আয় এখন ২ হাজার ৮২৪ মার্কিন ডলার। এক বছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ২৩৩ ডলার। গত পাঁচ বছরে এ দেশের মাথাপিছু আয় ৩৮ শতাংশের বেশি বেড়েছে। মাথাপিছু আয় কোনো মানুষের ব্যক্তিগত আয় নয়। দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে থেকে একটি দেশে যত আয় হয়, সেটিকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে মাথাপিছু আয়ের হিসাব করা হয়। মাথাপিছু জিডিপিতে আমরা ভারতকেও ছাড়িয়ে গেছি।

৪. করোনার ধাক্কা সামলে প্রবৃদ্ধিতে ঊর্ধ্বগতি

সদ্য বিদায়ী অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ২৫ শতাংশ হবে বলে প্রাক্কলন করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এ বছর জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছিল ৭ দশমিক ২ শতাংশ। করোনার আগে দেশের প্রবৃদ্ধি ৮ শতাংশ ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু করোনার কারণে তা সাড়ে ৩ শতাংশে নেমে আসে। সেখান থেকে আবার ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি।

৫. অবশেষে শুরু জনশুমারি

১১ বছর পর দেশের জনসংখ্যার প্রকৃত তথ্য বের করতে শুরু হয়েছে জনশুমারি। গত ১৫ জুন থেকে এ শুমারি শুরু হয়। সর্বশেষ জনশুমারি হয়েছিল ২০১১ সালে। অর্থনীতি বা উন্নয়নের যেকোনো নীতি প্রণয়নের ক্ষেত্রে জনশুমারির তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় গুরুত্বপূর্ণ এ কাজটি শুরু হয়েছে সদ্য বিদায়ী অর্থবছরে।

৬. ডলার-সংকট ও রেকর্ড দাম

গত অর্থবছরে ব্যাংক খাতে আলোচিত ঘটনা ছিল ডলার–সংকট। আমদানি ব্যয় বেড়ে যাওয়া ও প্রবাসী আয় কমে যাওয়ায় এ সংকট আরও তীব্র হয়। তাতে খোলাবাজারে সেঞ্চুরি হাঁকায় ডলার। ব্যাংক খাতে কয়েক মাসের ব্যবধানে ডলারের বিনিময় মূল্য ৮৬ টাকা থেকে বেড়ে দাঁড়ায় ৯৩ টাকা ৪৫ পয়সায়।

৭. রিজার্ভে চাপ

ডলার-সংকট সামাল দিতে প্রতিনিয়ত রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারি ও খাদ্যপণ্যের আমদানি দায় মেটাতেও বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি করছে। এর ফলে কমে গেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। গত অর্থবছরে রিজার্ভ ৪ হাজার ৬০০ কোটি ডলার থেকে কমে হয়েছে ৪ হাজার ১০০ কোটি ডলার।

৮. বিদেশ সফর ও আমদানিতে কড়াকড়ি

ডলার-সংকটের কারণে সরকারি কর্মচারী, ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ সফরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় গত মে মাসে। পাশাপাশি নানা রকমের ফলমূল, প্রসাধনী আমদানি নিরুৎসাহিত করতে বাড়তি শুল্কারোপ করা হয়।

৯. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সয়াবিনের দ্বিশতক

গত জুনে সয়াবিন তেলের দাম লিটারে ২০০ টাকা ছাড়িয়ে যায়। এ ছাড়া সব ধরনের জিনিসের দামও ছিল ঊর্ধ্বমুখী। তাতে মানুষের জীবনযাত্রার ব্যয়ও বেড়ে যায়। নিম্নবিত্ত ও মধ্যবিত্তের সংসার খরচে টান লাগে।

১০. সোনার দামে রেকর্ড

গত মে মাসে সোনার দাম বেড়ে ভরিপ্রতি দাঁড়ায় ৮২ হাজার ৪৮৪ টাকা। সেটিই ছিল সোনার সর্বোচ্চ দাম। এরপর অবশ্য দাম কিছুটা কমেছে। তারপরও সোনার দামের রেকর্ড মূল্যবৃদ্ধি ঘটে গত অর্থবছরে।

১১. রপ্তানিতে রেকর্ড (৫০ বিলিয়ন ডলার)

সদ্য বিদায়ী ২০২১-২২ অর্থবছর শেষে রপ্তানি আয় ৫০ বিলিয়ন তথা ৫ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে। অনানুষ্ঠানিক হিসেবে রপ্তানি আয় ৫ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার তথ্য মিলেছে। তবে আনুষ্ঠানিকভাবে এ তথ্য পাওয়া যাবে কয়েক দিনের মধ্যে।

১২. প্রবাসী আয়ে নিম্নগতি

সর্বশেষ গত মে মাসে দেশে প্রবাসী আয় এসেছে ১৮৮ কোটি মার্কিন ডলার। গত বছরের মে মাসে প্রবাসী আয় এসেছিল ২১৭ কোটি ডলার। ফলে আগের বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় কমেছে প্রায় ১৩ শতাংশ।

১৩. চট্টগ্রামে ডিপোতে বিস্ফোরণ

গত ৪ জুন চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে মারা যান ৪৯ জন। প্রাথমিক হিসাবে এ ঘটনায় পুড়ে যায় রপ্তানি ও আমদানি পণ্যবোঝাই ১০০ কনটেইনার।

১৪. নতুন গভর্নর

কয়েক দিনের মধ্যেই বিদায় নিচ্ছেন গভর্নর ফজলে কবির। তাঁর স্থলে নতুন গভর্নর হিসেবে গত ৪ জুন নিয়োগ পেয়েছেন অর্থসচিব আবদুর রউফ তালুকদার। তবে তিনি এখনো যোগ দেননি।

১৫. প্রথম নারী অর্থসচিব

সরকার অর্থসচিব আবদুর রউফ তালুকদারকে গভর্নর নিয়োগ দেওয়ায় গত ১৬ জুন নতুন অর্থসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন। তিনিই দেশের প্রথম নারী অর্থসচিব।

১৬. পদত্যাগে বাধ্য হলেন আইডিআরএ চেয়ারম্যান

দুর্নীতির অভিযোগ মাথায় নিয়েই শেষ পর্যন্ত গত ১৪ জুন পদত্যাগে বাধ্য হন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম মোশাররফ হোসেন। বিএফআইইউ মোশাররফ হোসেন ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে প্রায় ৪২ কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে।

১৭. উচ্চ খেলাপি ঋণ

করোনাভাইরাসের কারণে ব্যাংকের ঋণ পরিশোধে যে ছাড় দেওয়া হয়েছিল, তা সদ্য বিদায়ী অর্থবছরে তুলে নেওয়া হয়। তাতে মাত্র তিন মাসে খেলাপি ঋণ বাড়ে ১০ হাজার কোটি টাকা। ফলে গত মার্চ শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় ১ লাখ ১৩ হাজার ৪৪১ কোটি টাকা।

১৮. শেয়ারবাজারে সূচকে রেকর্ড

গত অর্থবছরে শেয়ারবাজার সূচক রেকর্ড উচ্চতায় ওঠে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭ হাজার ৩৬৮ পয়েন্টের রেকর্ড উচ্চতায় ওঠে গত ১০ অক্টোবর।

১৯. রাজস্ব আয়ে ভরসা আমদানি শুল্ক

আমদানি পণ্যের দাম বেড়ে যাওয়ায় আমদানি শুল্ক-করের ওপর ভর করে সার্বিক রাজস্ব আদায় বেড়েছে গত অর্থবছর। সদ্য বিদায়ী অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) ২ লাখ ৫২ হাজার ৯২০ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে।

২০. ইউনিয়ন ব্যাংক–কাণ্ড

গত সেপ্টেম্বরে ব্যাংকটির গুলশান শাখার ভল্টে ১৯ কোটি টাকা কম পায় কেন্দ্রীয় ব্যাংক। এরপর ব্যাংকটি পরিদর্শনে গিয়ে বাংলাদেশ ব্যাংক জানতে পারে এটির বিতরণ করা ঋণের প্রায় ৯৫ শতাংশই খেলাপি হওয়ার যোগ্য।

২১. ইউরোপে সরাসরি কনটেইনার জাহাজ

গত ৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে সরাসরি ইউরোপের দেশ ইতালিতে কনটেইনারবোঝাই জাহাজ চলাচল শুরু হয়। ১৯৭৭ সালে কনটেইনার পরিবহন শুরুর পর এটিই প্রথম সরাসরি কনটেইনার জাহাজ চলাচল।

২২. ই-কমার্সে প্রতারণা

গ্রাহকের সঙ্গে প্রতারণার দায়ে গত সেপ্টেম্বরে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল। আর গত ফেব্রুয়ারি থেকে কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারিত গ্রাহকদের টাকা ফেরত দেওয়া শুরু করে বাণিজ্য মন্ত্রণালয়।