অর্থমন্ত্রী জেনেভায় গেছেন

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
ফাইল ছবি

স্বল্পোন্নত দেশের ওপর পঞ্চম জাতিসংঘ সম্মেলনের (ইউএনএলডিসি-৫) প্রস্তুতিমূলক বৈঠকে যোগ দিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল শনিবার সকালে জেনেভার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে।

৩০ আগস্ট থেকে আগামী ২ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় সভাটি অনুষ্ঠিত হবে। এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ অর্থমন্ত্রী সভায় তুলে ধরবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। এতে আরও বলা হয়, সভায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২টি স্বল্পোন্নত দেশের (এলডিসি) একটি সভা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আলোচনা হবে।

এ ছাড়া অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায় সম্মিলিতভাবে তাদের উন্নয়ন লক্ষ্যগুলোর মূল্যায়ন করবে এই সভায়। একই সঙ্গে কোভিড-১৯–পরবর্তী সময়ে কীভাবে উন্নয়নের পথে ফিরতে হবে, সে বিষয়েও আলোচনা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দোহাতে এলডিসির ওপর পঞ্চম জাতিসংঘ সম্মেলন হবে ২০২২ সালের ২৩ থেকে ২৭ জানুয়ারি। এতে সম্মিলিত মূল্যায়ন করার জন্য বাংলাদেশ সরকার ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর আঞ্চলিক পর্যালোচনা বৈঠকও হবে।
আগামী দশকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক উন্নয়নের সমস্যা এবং সর্বনিম্ন টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করার বিষয়েও আলোচনা হবে জেনেভায়।