এসএফডিএফের নতুন এমডি জাকির আকন্দ

জাকির হোসেন আকন্দ

ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের (এসএফডিএফ) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন সাবেক সচিব জাকির হোসেন আকন্দ। আগামী এক বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) পদে দুই বছর দায়িত্ব পালন শেষে অবসরে যান।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন প্রতিষ্ঠান এসএফডিএফ। গ্রামীণ ভূমিহীন, প্রান্তিক চাষি ও ক্ষুদ্র কৃষক পরিবারে আত্মকর্মসংস্থানের মাধ্যমে আয়ের উৎস বাড়াতে গঠন করা হয়েছিল এই প্রতিষ্ঠান। ১৯৯৪ সালের কোম্পানি আইনের ২৮ ধারায় যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে নিবন্ধন গ্রহণের মাধ্যমে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন গঠন করা হয়।

করোনাভাইরাসের প্রভাবে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনকে ২০২০-২১ অর্থবছরে ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ফাউন্ডেশন এখন পর্যন্ত ২৫ কোটি টাকা বিতরণ করেছে।
এদিকে এমডি হিসেবে নিয়োগ পেয়ে সরকারের প্রণোদনার টাকা বিতরণে গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন জাকির হোসেন।

জাকির হোসেন অতিরিক্ত সচিব হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। এর আগে তিনি যুগ্ম সচিব, উপসচিব ও সিনিয়র সহকারী সচিব হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা, সমাজকল্যাণ, যুব ও ক্রীড়া, কৃষি মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করেন।