করোনামুক্ত হলেন সাবেক অর্থমন্ত্রী এম এ মুহিত

আগের চেয়ে সুস্থ অনুভব করায় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যেকোনো দিন সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বনানীর বাসায় ফিরতে পারেন। ১৪ আগস্ট তাঁর করোনা পরীক্ষা করা হলে ফল নেগেটিভ আসে।

আবুল মাল আবদুল মুহিতের দেখভালের দায়িত্বে থাকা মোহাম্মদ বাচ্চুর কাছে জানতে চাইলে সোমবার রাত সাড়ে আটটায় তিনি প্রথম আলোকে এ কথা জানান।

ঈদুল আজহার চার দিন পর গত ২৫ জুলাই আবুল মাল আবদুল মুহিতের করোনা শনাক্ত হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী কার্যালয়ের পরামর্শে ২৯ জুলাই তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়। ১৮ দিন ধরে তিনি সিএমএইচে আছেন।

আবুল মাল আবদুল মুহিত আওয়ামী লীগের দুই আমলে টানা ১০ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য মুহিত ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন।

মোহাম্মদ বাচ্চু আরও জানান, ‘স্যার আগের চেয়ে ভালো আছেন। বাসায় ফেরার মতো সুস্থ তিনি। কারও সাহায্য ছাড়া নিজে নিজেই চলাফেরা করতে পারছেন। তারপরও আমি পাশে পাশে থাকছি।’

আবদুল মুহিত বাসায় ফিরে যে কক্ষে থাকবেন, তা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে বলে জানা গেছে। সিএমএইচের চিকিৎসকেরা পরিবারের সদস্যদের জানিয়েছেন, আবদুল মুহিত চাইলে বাসায় ফিরতে পারেন। তবে তাঁদের পরামর্শ, আব্দুল মুহিত আরও কয়েকটি দিন হাসপাতালে থাকুন।