কারখানা পরিদর্শনের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে মঙ্গলবার

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)

দেশের কলকারখানাগুলোতে কী ধরনের ত্রুটি আছে তা পরিদর্শনে আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামী মঙ্গলবার। কারখানা পরিদর্শনের জন্য জেলা পর্যায়ের ৩০০ কর্মকর্তার একটি তালিকা করা হয়েছে। তাঁদের ঢাকায় আসতে বলা হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কার্যালয়ে এসব কর্মকর্তাকে এক দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। কারখানা পরিদর্শনে গিয়ে একজন কর্মকর্তা কী কী বিষয় দেখবেন, প্রশিক্ষণে তা-ই শেখানো হবে। প্রশিক্ষণ শেষ হওয়ার পরের সপ্তাহ থেকে কর্মকর্তারা মাঠে নামবেন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম গ্রুপের একটি কারখানায় গত ৭ আগস্টের অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারান ৫২ শ্রমিক। অগ্নিকাণ্ডের পর জানা যায়, ওই কারখানায় বেশ কিছু ত্রুটি ছিল। সারা দেশে অন্য কারখানাগুলোর অবস্থা দেখতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে প্রধান করে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। হাসেম গ্রুপের কারখানায় অগ্নিকাণ্ডের পরপরই সরকার সারা দেশে ৪৬ হাজার কারখানা পরিদর্শনের সিদ্ধান্ত নেয়।

বিডার তথ্য বলছে, কারখানাগুলো পরিদর্শনের জন্য এ পর্যন্ত ২৭টি কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটির সদস্য ১১ জন। এ কমিটিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা রয়েছেন। কারখানা পরিদর্শনে গিয়ে কোনো ধরনের ভুল যাতে না হয়, সেটি নিশ্চিত করতেই এ প্রশিক্ষণ। আপাতত ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের কারখানা পরিদর্শন করা হবে। পরে আরও কমিটি গঠন করে কলেবর বাড়িয়ে সারা দেশে প্রশিক্ষণ পরিচালনা করা হবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, কারখানা পরিদর্শনের জন্য কর্মকর্তাদের মাঠে পাঠিয়ে দিলেই হবে না; পরিদর্শনে গিয়ে দেখতে হবে বিল্ডিং কোড, ফায়ার অ্যালার্ম, ভবনে অগ্নিনির্বাপণ যন্ত্র ইত্যাদি ঠিক আছে কি না।
জানা গেছে, কমিটির সদস্যের একটি করে চেকলিস্ট করে দেওয়া হবে। সেই চেকলিস্ট ধরে কারখানার মালিকদের প্রশ্ন করা হবে।