টিকার টাকা ভারত দেবে কি না, তা স্বাস্থ্য মন্ত্রণালয় দেখাশোনা করছে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

টিকা না দিলে ভারত টাকা ফেরত দেবে বলে কিছুদিন আগে সাংবাদিকদের জানিয়েছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সত্যিই টাকা ফেরত দেবে কি না, জানতে চাইলে আজ বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর এক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়... তারা আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় (লাইন মিনিস্ট্রি)। তারা এটা দেখভাল করবে। কত দিন সময় দেওয়া হয়েছিল, কত দিনের জন্য চুক্তি করা হয়েছিল..। তাদেরও (ভারতের) সেখানে টিকা প্রয়োজন। এসব বিষয় বিবেচনায় নিয়ে আমরা সিদ্ধান্ত নেব।’

আজ রাত পৌনে আটটায় অর্থমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আবার কথা হয় প্রথম আলোর। অর্থমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে টিকার জন্য আমরা চুক্তিবদ্ধ ছিলাম, এখনো আছি। তাদের নিজেদেরই টিকার প্রয়োজন পড়ে যাওয়ায় আমাদের জন্য আপাতত দেওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় চেষ্টা করে যাচ্ছে। আমি যতটুকু জানি, হয় টিকা পাওয়া যাবে, নয় টাকা। পুরো বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় দেখাশোনা করছে।’

বাংলাদেশ পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) প্রণোদনার টাকা ফেরত দেওয়ার জন্য বাড়তি সময় চাচ্ছে। সময় কি দেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমার কাছে এ বিষয়ে কোনো আবেদন আসেনি। এলে দেখব, কী করা যায়।’

২০১৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশের রিজার্ভ চুরির প্রতিবেদন প্রকাশ না করা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা আইনি প্রক্রিয়ায় গেছি। তাদের বিরুদ্ধে মামলা করেছি। মামলা চলমান। এ পর্যায়ে মন্তব্য করা ঠিক হবে না।’

৫ থেকে ১০ টাকার সার্জিক্যাল মাস্ক ৩৫৬ টাকায় কেনা হয়েছে বলে সংসদীয় কমিটির কাছে ধরা পড়েছে। এগুলো সরাসরি ক্রয়পদ্ধতিতে কেনা হয়েছিল। অর্থমন্ত্রী বলেছিলেন, এগুলো তদারক করা হবে।

এ নিয়ে জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, প্রতিটি মন্ত্রণালয়ের জন্য আলাদা বরাদ্দ রয়েছে। নিজেরাই কেনাকাটা করতে পারেন।

বাজেট ঘাটতি নিয়ে অর্থমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি জিডিপির ১৮, ভারতের ১৩, জাপানের ১২ দশমিক ৯, চীনের ১১ দশমিক ৮৮, ইন্দোনেশিয়ার ৮ ও ভিয়েতনামের ৬ দশমিক ২ শতাংশ। ভিয়েতনাম বাংলাদেশের প্রায় সমান।