ট্রাক সেলে সয়াবিন তেলের বরাদ্দ বাড়াল টিসিবি

টিসিবি

সারা দেশে ট্রাক সেল কার্যক্রমে সয়াবিন তেলের পরিমাণ বাড়িয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবির পক্ষ থেকে জানানো হয়, সেবা সপ্তাহ উপলক্ষে প্রতি গাড়িতে ১ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ করা হয়েছে। এ উপলক্ষে রাজধানীতে ট্রাকের সংখ্যা ১০০টি থেকে বাড়িয়ে ১২০টি করা হয়েছে।

ট্রাক সেলের ডিলারদের জন্য গত ৩০ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত টিসিবির সেবা সপ্তাহ চলছে। ‘সেবা সপ্তাহ কার্যক্রমের’ শুরুতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি ট্রাকপ্রতি ১ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল বরাদ্দের কথা জানিয়েছিল। তবে প্রতি ট্রাকে ২০০ লিটার পর্যন্ত বরাদ্দ দেওয়া হচ্ছিল। আজ আবার ১ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল বরাদ্দের কথা জানাল টিসিবি। ঈদ পর্যন্ত এ তেলের জোগান থাকবে। তবে অনলাইনের জন্য নতুন কোনো বরাদ্দ দেওয়া হয়নি বলে জানায় সংস্থাটি।

এ বিষয়ে জানতে চাইলে টিসিবির মুখপাত্র মো. হুমায়ূন কবির বলেন, সয়াবিন তেলের দাম আরেক দফা বেড়ে যাওয়ায় ট্রাক সেলে পণ্যটির চাহিদা বেশি ছিল। এ ছাড়া আসন্ন ঈদকে সামনে রেখে বাজারে দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই ট্রাক সেলে সয়াবিন তেলের বরাদ্দ বড়ানো হলো।

টিসিবির ট্রাক সেলে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১০০ টাকা এবং অনলাইনে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১০৮ টাকা রাখা হচ্ছে। উভয় ক্ষেত্রেই একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ লিটার সয়াবিন তেল কিনতে পারেন।

চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় ট্রাক সেলে কেনাকাটা করার সময় সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ জানিয়েছে টিসিবি। ক্রেতাদের স্বাস্থ্যগত ঝুঁকি এড়াতে প্রতিদিন পাঁচ হাজার মাস্ক বিতরণের সিদ্ধান্তও নিয়েছে সংস্থাটি।