তিন মাসে এডিপি বাস্তবায়ন ৮ শতাংশ

চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) পার হলেও ছয় মন্ত্রণালয় ও বিভাগ তাদের জন্য বরাদ্দ করা অর্থের ১ শতাংশও খরচ করতে পারেনি। এগুলো হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি কর্মকমিশন এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে এ তথ্য মিলেছে। তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সার্বিকভাবে এডিপি বাস্তবায়িত হয়েছে ৮ দশমিক ২৬ শতাংশ, যা টাকার অঙ্কে ১৯ হাজার ৫৫৯ কোটি।