বিশ্বসেরারা এখন বাংলাদেশে নিবন্ধিত

ফেসবুক, গুগল, আমাজনের পর গতকাল মাইক্রোসফট ভ্যাটের নিবন্ধন নিয়েছে। এসব প্রতিষ্ঠানে সরাসরি করের জালে এল।

ফেসবুক, গুগল, মাইক্রোসফটের মতো বিশ্বের বড় বড় টেক জায়ান্ট প্রতিষ্ঠান একে একে বাংলাদেশে নিবন্ধন নিয়ে ব্যবসা শুরু করছে। বাংলাদেশে স্থায়ী অফিস না থাকলেও অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ভ্যাটের ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) নিয়েছে এসব প্রতিষ্ঠান। গত ২৩ মে গুগল প্রথমে ভ্যাটের নিবন্ধন নেয়। এরপর গত দেড় মাসের কম সময়ে ফেসবুক ও আমাজনের মতো বৈশ্বিক প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধন নিল। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার মাইক্রোসফট ভ্যাট নিবন্ধন নিল।

সব প্রতিষ্ঠানই ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে ভ্যাটের নিবন্ধন নিয়েছে। প্রায় দুই বছরের দর-কষাকষির পর গত মে মাস থেকে ভ্যাট নিবন্ধন দেওয়া শুরু হয়। নেটফ্লিক্স ও লিংকডইন—এই দুটি প্রতিষ্ঠানের সঙ্গে নিবন্ধন নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। শিগগিরই এই দুটি প্রতিষ্ঠানও ভ্যাটের নিবন্ধন নেবে বলে জানা গেছে।

উল্লেখ্য, অনাবাসী প্রতিষ্ঠানের কাছ থেকে যেকোনো সেবা নিলে ১৫ শতাংশ হারে ভ্যাট বসে। ভ্যাটের নিবন্ধন না থাকায় ওই সব প্রতিষ্ঠান কত টাকার সেবা বিক্রি করল, তাদের আয়-ব্যয় কত হলো—এসব জানিয়ে রিটার্ন দিত না। এখন থেকে তাদের রিটার্ন দিয়ে এসব তথ্য জানাতে হবে। অবশ্য আগে এসব অনাবাসী প্রতিষ্ঠানের এ দেশে দেওয়া সেবার বিপরীতে অর্থ বিদেশে নেওয়ার আগে ব্যাংকগুলো ১৫ শতাংশ ভ্যাট কেটে রাখত।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, এসব অনাবাসী বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো এখন শুল্ক-করের প্রতিপালনের মধ্যে চলে এল। এসব প্রতিষ্ঠানকে এখন থেকে রিটার্ন দিতে হবে। তারা সঠিকভাবে রাজস্ব দিল কি না, তা যাচাই-বাছাই করতে পারবেন ভ্যাট কর্মকর্তারা। এ ছাড়া হিসাবে অনিচ্ছাকৃত গরমিল থাকলেও তা ধরা যাবে।

গতকাল বৃহস্পতিবার বিশ্বের অন্যতম টেক জায়ান্ট মাইক্রোসফট বাংলাদেশে ব্যবসার জন্য ভ্যাটের নিবন্ধন নিয়েছে। গত বুধবার প্রতিষ্ঠানটি ভ্যাটের নিবন্ধনের জন্য আবেদন করে। অবশ্য কয়েক মাস ধরেই ওই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে নিবন্ধনসংক্রান্ত আলোচনা চলছিল। সিঙ্গাপুরের সেসিল স্ট্রিটের ঠিকানা ব্যবহার করে মাইক্রোসফট রিজওনাল সেলস পিটিই লিমিটেড নামে নিবন্ধন পেয়েছে। প্রতিষ্ঠানটি এ দেশে সেবা খাতের ব্যবসা করবে বলে জানিয়েছে।

ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট সূত্রে জানা গেছে, মাইক্রোসফট বিজ্ঞাপন প্রচারের পাশাপাশি সফটওয়্যার ও অ্যাপস বিক্রি করে থাকে। এ ছাড়া ইয়াহুর কার্যক্রম মাইক্রোসফটের সঙ্গে যুক্ত। তাই ইয়াহু যেসব সেবা দেয়, এর বিপরীতেও ভ্যাট দিতে হবে।

এখন মাইক্রোসফট কর্তৃপক্ষ প্রতি মাসে রিটার্ন জমা দিয়ে কত টাকার সেবা এ দেশে বিক্রি হলো, এর বিপরীতে কত টাকা ভ্যাট দেওয়া হয়েছে, তা জানাবে। ভ্যাট বিভাগও তাদের রিটার্নগুলো নিরীক্ষা করতে পারবে। মাইক্রোসফটের পক্ষে এ দেশে ভ্যাট এজেন্ট হিসেবে কাজ করবে পোদ্দার অ্যান্ড অ্যাসোসিয়েটস।

ফেসবুক, গুগল ও আমাজনও নিবন্ধিত

গত ২৩ মে গুগল এ দেশে প্রথম অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ভ্যাটের নিবন্ধন নেয়। ওই প্রতিষ্ঠান গুগল এশিয়া প্যাসিফিক পিটিই লিমিটেড নামে ভ্যাট নিবন্ধন নিয়েছে। ব্যবসার ধরন হিসেবে বলা হয়েছে সেবা। সিঙ্গাপুরের আঞ্চলিক কার্যালয়ের ঠিকানা ব্যবহার করা হয়েছে। অন্যদিকে ২৭ মে আমাজন নিবন্ধিত হয়েছে আমাজন ওয়েব সার্ভিসেস ইনকরপোরেশন নামে। এই প্রতিষ্ঠান সেবাধর্মী ব্যবসা করবে বলে জানিয়েছে। আমাজন যুক্তরাষ্ট্রের সিয়াটলের ঠিকানা ব্যবহার করেছে।

অনাবাসী প্রতিষ্ঠান হলেও এ দেশে তাদের পক্ষে ভ্যাট পরামর্শক হিসেবে কাজ করবে প্রাইসওয়াটারহাউসকুপারস বাংলাদেশ। প্রতিষ্ঠানটি গুগল ও আমাজনের পক্ষে ভ্যাট রিটার্ন তৈরিসহ ভ্যাট কর্তৃপক্ষের সঙ্গে সব ধরনের যোগাযোগ রক্ষায় সহায়তা করবে। গত ১৩ জুন ফেসবুক ভ্যাট নিবন্ধন নিয়েছে।