রপ্তানিমুখী প্রতিষ্ঠান এখন থেকে শুধু শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর থেকে শুল্ক ও নিয়ন্ত্রণমূলক শুল্কের টাকা ফেরত পাবে। আর ভ্যাটের টাকা পাবে নিজ নিজ ভ্যাট কমিশনারেট থেকে। রপ্তানি করার পর ছয় মাসের মধ্যে বন্ডেড ও নন-বন্ডেড সব প্রতিষ্ঠানকে শুল্ক-ভ্যাট ফেরত পাওয়ার আবেদন করতে হবে।
সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শুল্ক প্রত্যর্পণ বিধিমালা ২০২১ জারি করেছে। এই বিধিমালার আওতায় এখন থেকে শুল্ক-কর ফেরত দেওয়া হবে। মূলত রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো কাঁচামাল ও মধ্যবর্তী পণ্যসহ বিভিন্ন পণ্যের বিপরীতে যেসব শুল্ক-কর দিয়ে থাকে, তা ফেরত দেয় এনবিআর। শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরে অর্থ ফেরতের আবেদন করতে হয়।
শুল্ক-কর ফেরত পাওয়ার ক্ষেত্রে রপ্তানিমুখী প্রতিষ্ঠানকে দুই ভাগে ভাগ করা হয়। এর একটি হলো বন্ডেড প্রতিষ্ঠান। কাঁচামাল আমদানিতে তাদের শুল্ক কর পরিশোধ করতে হয় না। স্থানীয়ভাবে পণ্য সংগ্রহ করলেও ওই ভ্যাটের টাকা ফেরত পাওয়া যায়। আবার নন-বন্ডেড স্থানীয় প্রতিষ্ঠানগুলো নিজেদের উৎপাদনের যত অংশ রপ্তানি করবে, সেই অংশের ওপর শুল্ক-ভ্যাট ফেরত পাবে।
২০১৯ সালের জুলাই মাসে নতুন ভ্যাট আইনে ভ্যাট ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট কমিশনারেটকে দায়িত্ব দেওয়া হয়। ফলে রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো কিছুটা বিপাকে পড়ে। ভ্যাট কমিশনারেটগুলোও ভ্যাটের টাকা ফেরত দিতে নানা জটিলতায় পড়েছে। বিধিমালায় বিষয়টি আরও পরিষ্কার করা হলো।
রপ্তানিকারকদের আমদানি শুল্ক ফেরত পাওয়ার জন্য পণ্য রপ্তানির ছয় মাসের মধ্যে প্রমাণসহ নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। আবেদনকারীর আবেদনপত্র ও দলিলাদি দাখিলের পর তা যাচাই-বাছাই করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন কমিশনার। প্রয়োজনে সরেজমিনে পরিদর্শনও করা হবে। পরিদর্শন করার ২১ কার্যদিবসের মধ্যে কিংবা পরিদর্শন প্রয়োজন না হলে ১৫ কার্যদিবসের মধ্যে প্রত্যর্পণের টাকা আবেদনকারীর হিসাবের অনুকূলে চেক হিসেবে ইস্যু করবেন কমিশনার।
এই বিষয়ে শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের একজন কর্মকর্তা জানান, বিধিমালা জারি হওয়ায় এখন কীভাবে কোন পন্থায় কাজ হবে, তা পরিষ্কার করা হলো।
বিকেএমইএ সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বন্ডেড প্রতিষ্ঠানগুলোকে কাঁচামাল আমদানি পর্যায়ে শুল্ক দিতে হয় না। কিন্তু কারখানার গ্যাস-বিদ্যুৎসহ বিভিন্ন পর্যায়ে ভ্যাট দিতে হয়। এসব টাকা ফেরত পাওয়ার কথা থাকলেও জটিল প্রক্রিয়া ও হয়রানির শঙ্কায় অনেকে এর জন্য আবেদন করেন না।