সহায়তা পেলেন ৭ হাজার শ্রমিক

রপ্তানিমুখী পোশাকশিল্পের শ্রমিকদের কল্যাণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে কেন্দ্রীয় তহবিল থেকে এখন পর্যন্ত সাত হাজার শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের ৯৩ কোটি ১৮ লাখ টাকা অর্থসহায়তা দেওয়া হয়েছে। শ্রমিকদের অসুস্থতা ও সন্তানের পড়াশোনা এবং শ্রমিকের মৃত্যুতে তাঁদের পরিবারের সদস্যরা এই সহায়তা পেয়েছেন।

রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে গতকাল শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে কেন্দ্রীয় তহবিলের ১৪তম বোর্ড সভায় এই তথ্য জানানো হয়। সভায় জানানো হয়, ২০১৬ সালে গঠিত কেন্দ্রীয় তহবিলে এখন পর্যন্ত ২৮২ কোটি ৪২ লাখ টাকা জমা হয়েছে।

সভায় জানানো হয়, তহবিল থেকে মৃত্যুজনিত কারণে ৪ হাজার ১৮৮ শ্রমিকের পরিবারকে ৮৩ কোটি ৪০ লাখ, চিকিৎসা বাবদ ২ হাজার ৭৬ শ্রমিককে ৬ কোটি ১৩ লাখ এবং শিক্ষাসহায়তা হিসেবে শ্রমিকদের ৭৩৬ সন্তানকে ১ কোটি ৪৭ লাখ ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।

সভায় শ্রমসচিব কে এম আবদুস সালাম, কেন্দ্রীয় তহবিলের ভারপ্রাপ্ত মহাপরিচালক সেলিনা বকতার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক নাসির উদ্দিন আহমেদ, বিজিএমইএর সহসভাপতি এস এম মান্নান, বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম, শ্রমিকনেতা সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।