প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হলেও শতাংশের হিসাবে চলতি বাজেটের তুলনায় তা ২ শতাংশ কমেছে। তাই বর্তমান খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই খাতে বরাদ্দ আরও বাড়ানো দরকার বলে মনে করে বেসরকারি সংস্থা উন্নয়ন সমন্বয়। বাজেট-পরবর্তী এক প্রতিক্রিয়ায় আজ শনিবার ঢাকার বাংলামোটরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছে তারা। একই সঙ্গে পাচার করা অর্থ ফেরত আনার প্রস্তাবিত সুযোগ বাতিলের দাবি জানিয়েছে তারা।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। সেটির ওপর আজ বাজেট-পরবর্তী প্রতিক্রিয়া জানিয়েছে উন্নয়ন সমন্বয়। ‘কেমন হলো বাজেট ২০২২-২৩’ শিরোনামে সংবাদ সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উন্নয়ন সমন্বয়ের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান।
সংবাদ সম্মেলনে উন্নয়ন সমন্বয় বলেছে, প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বাজেটের আকারের অনুপাতে বরাদ্দ কমেছে। তারা বলছে, সরকারের এই বরাদ্দ ২০ শতাংশে উন্নীত করা উচিত।
এ প্রসঙ্গে আতিউর রহমান বলেন, দ্রব্যমূল্যের চাপে থাকা মানুষের সামাজিক সুরক্ষার চাহিদার প্রেক্ষাপটে এই বরাদ্দ অবাক করেছে। বিশেষ করে খোলাবাজারের (ওএমএস) বরাদ্দ ২২৩ কোটি টাকা কমে যাওয়া ও হতদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির বরাদ্দ ৯৫ কোটি টাকা কমে যাওয়া এ সময়ের প্রেক্ষাপটে অসামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে। পাশাপাশি অতিদরিদ্রদের কাছে ১৫ টাকার পরিবর্তে ১০ টাকা দরেই চাল বিক্রি অব্যাহত রাখার পরামর্শ দেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ জামাল উদ্দীন, সমাজতাত্ত্বিক খন্দকার সাখাওয়াত আলী ও সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ রবার্ট শুভ্র গুদা ও নীতি বিশ্লেষক জিনিয়া শারমিন।
বাজেট নিয়ে সংসদ সদস্যদের বেশি বেশি আলোচনার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ জামাল উদ্দিন আহমেদ। এ ছাড়া কর-জিডিপি অনুপাত বৃদ্ধি এবং উপজেলা পর্যায় পর্যন্ত রাজস্ব বোর্ডের রাজস্ব আহরণের দক্ষতা বৃদ্ধির পরামর্শ দেন তিনি। একই সঙ্গে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের দাবি জানান তিনি।