সোমবার শুরু হচ্ছে টিসিবির ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম

ট্রাকে করে ন্যায্যমূল্যের পণ্য বিক্রি করছে টিসিবি।
ফাইল ছবি

কোরবানির ঈদের বিরতির পর আবার আগামীকাল সোমবার ট্রাকে করে ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় টিসিবি।

আরও পড়ুন

নতুন করে শুরু হওয়া এই ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রমে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করা হবে। টিসিবি সূত্র থেকে জানা যায়, গতবারের মতো এবারও সারা দেশে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করবে। এর মধ্যে ঢাকা সিটিতে ৮০টি ও চট্টগ্রাম সিটিতে ২০টি ট্রাক রয়েছে।

টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির প্রথম আলোকে জানান, করোনা পরিস্থিতিতে প্রথমেই সব ট্রাক নামানো হয়। শুরুতে কয়েকটি ট্রাক দিয়ে বিক্রয় কার্যক্রম শুরু করে পরে ধীরে ধীরে ট্রাকের সংখ্যা বাড়ানো হবে।

টিসিবির এবারের ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম সরকারি ছুটির দিন ছাড়া আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলবে।

সোমবার শুরু হওয়া টিসিবির ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম সরকারি ছুটির দিন ছাড়া আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলবে।

টিসিবির ট্রাকে প্রতি কেজি চিনি ও মসুর ডাল ৫৫ টাকায় বিক্রি করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি চিনি ও দুই কেজি ডাল কিনতে পারবেন। এ ছাড়া সয়াবিন তেল ১০০ টাকা লিটারে একজন ক্রেতা দুই থেকে সর্বোচ্চ পাঁচ লিটার নিতে পারবেন।
এর আগে ৫ জুলাই শুরু হয়েছিল টিসিবির ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম, যা কোরবানির ঈদের আগে ১৮ জুলাই পর্যন্ত চলে।

রাজধানীর বিভিন্ন বাজারে বর্তমানে এক কেজি প্যাকেটজাত চিনি ৭৮ টাকা ও খোলা চিনি ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া বড় দানার মসুর ডাল প্রতি কেজি ৭০ থেকে ৭৫ টাকা, মাঝারি দানা ৮০ থেকে ৯০ টাকা এবং সরু দানার মসুর ডাল ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে।

গত ৩০ জুন কোরবানির ঈদ সামনে রেখে ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সয়াবিন তেলের দাম ৪ টাকা কমানোর সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম ১৪৯ টাকা। যদিও ঈদের আগপর্যন্ত সরেজমিনে এই দামে তেল বাজারে পাওয়া যায়নি। তবে আগের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের পর আবার বোতলজাত সয়াবিন প্রতি লিটার ১৫৩ টাকায় বিক্রি হবে।