হাসপাতালে সহায়তা দিচ্ছে অ্যামচেম

কোভিড চিকিৎসায় দেশের দক্ষিণাঞ্চলের তিনটি হাসপাতালকে সহায়তা করছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)। সাজেদা ফাউন্ডেশনের মাধ্যমে অ্যামচেম যশোর, চুয়াডাঙ্গা ও পাবনা হাসপাতালে এ কার্যক্রম চালাচ্ছে। এসব হাসপাতালের আইসিইউ প্রতিষ্ঠা ও দেখাশোনা, জেনারেল ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে আক্রান্ত রোগীদের সেবা দেওয়া ও কোভিড রোগীদের ওষুধ ও রোগ নির্ণয় সেবা দেওয়া হবে।

গতকাল অ্যামচেমের এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যামচেম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ। সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জাহিদা ফিজা কবির প্রকল্পের খুঁটিনাটি সম্পর্কে অবহিত করেন।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেন, যুক্তরাষ্ট্র সরকার কোভিড মোকাবিলায় বাংলাদেশকে টিকা দেওয়াসহ নানাভাবে সহায়তা করেছে। তবে সরকারি সহায়তার বাইরে অ্যামচেমের সদস্যরা যেভাবে এগিয়ে এসেছেন, তার প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি আরও বলেন, কোভিড দেখিয়ে দিয়েছে, পৃথিবীর সব দেশ কীভাবে একে অপরের ওপর নির্ভরশীল।