১০ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন কৃষক

ফাইল ছবি

করোনার কারণে ক্ষতিগ্রস্ত কৃষক ও কৃষি খাতের উদ্যোক্তাদের ৪ শতাংশ সুদে ঋণ দিতে দ্বিতীয় দফায় তিন হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে কৃষি খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের ১০ কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ রাখা হয়েছে। ক্ষুদ্র, প্রান্তিক ও বর্গাচাষিরা ঋণ পাবেন ২ লাখ টাকা পর্যন্ত। ঋণের ৩০ শতাংশ দিতে হবে শস্য ও ফসল খাতে।

বাংলাদেশ ব্যাংক গতকাল মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এই তহবিল গঠনের বিষয়টি ব্যাংকগুলোকে জানায়। এতে বলা হয়েছে, ব্যাংকগুলো ১ শতাংশ সুদে এই তহবিল থেকে পুনঃ অর্থায়ন নিয়ে সরাসরি বা নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে ঋণ দিতে পারবে। যাঁরা ইতিমধ্যে কৃষিঋণ নিয়েছেন, তাঁদের অতিরিক্ত ২০ শতাংশ ঋণ দেওয়া যাবে। অর্থাৎ কেউ ১ লাখ টাকা ঋণ নিলে তাঁকে নতুন করে ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে। এ ক্ষেত্রে একজন গ্রাহককে ১০ কোটি টাকা পর্যন্ত দেওয়া যাবে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, গাভি পালন, গরু মোটাতাজাকরণ খাতে ব্যক্তিগত গ্যারান্টির বিপরীতে ঋণ দেওয়া যাবে। শস্য ও ফসল ঋণ ব্যতীত অন্যান্য খাতে ন্যূনতম/সহায়ক জামানতের বিষয়ে ব্যাংক সিদ্ধান্ত নিতে পারবে। এই তহবিল থেকে ঋণ নিয়ে কোনোভাবেই পুরোনো ঋণ শোধ করা যাবে না। এই ঋণ পরিশোধে সর্বোচ্চ ১৮ মাস সময় পাবেন কৃষকেরা।