৫৮ শতাংশ প্রতিষ্ঠান ভ্যাট রিটার্ন দেয়নি

চলতি এপ্রিল মাসে ৫৮ শতাংশ প্রতিষ্ঠান ভ্যাট রিটার্ন দিতে পারেনি। করোনা সংক্রমণ ঠেকাতে ৫ এপ্রিল থেকে নানা ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ। তাই প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে ভ্যাট রিটার্ন জমার কথা থাকলেও বেশির ভাগ তা দিতে পারেনি।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানায়, দেশে এখন ভ্যাট নিবন্ধন নেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা ২ লাখ ৫১ হাজার ৮২৯। সব প্রতিষ্ঠানের রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। ১৮ এপ্রিল পর্যন্ত প্রাপ্ত হিসাবে মাত্র ১ লাখ ৬ হাজার ৪৬১টি প্রতিষ্ঠান ভ্যাট রিটার্ন দিতে পেরেছে। সেই হিসাবে ৪২ শতাংশ ব্যবসায়ী রিটার্ন দিয়েছেন। বাকি ৫৮ শতাংশ ব্যবসায়ী রিটার্ন জমা দিতে পারেননি।

এ বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, ‘আমাদের দোকানপাট সব বন্ধ। কর্মীরা ছুটিতে। কীভাবে রিটার্ন দেব?’ তাই সুদ ও জরিমানা ছাড়া রিটার্ন জমার সুযোগ দেওয়ার দাবি জানান তিনি।

ঢাকার চারটি ভ্যাট কমিশনারেটে প্রায় দেড় লাখ প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন আছে। এনবিআর সূত্রে জানা গেছে, ভ্যাট রিটার্ন থেকে প্রতি মাসে ১০-১২ হাজার কোটি টাকা আসে। চলতি এপ্রিল মাসে তা কমে ৭ হাজার কোটি টাকায় নেমে এসেছে।

এনবিআর সূত্রে জানা গেছে, ১২টি কমিশনারেটের মধ্যে সবচেয়ে বেশি ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান রয়েছে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে। সেখানে ৬২ হাজার ২০২টি প্রতিষ্ঠানের নিবন্ধন রয়েছে। আজ বুধবার পর্যন্ত প্রাপ্ত হিসাবে ৩৭ হাজার ৮১৫টি প্রতিষ্ঠান রিটার্ন দিয়েছে। এর মানে, মাত্র ৬১ শতাংশের মতো রিটার্ন দিতে পেরেছেন।

এক বছর ধরে ব্যবসায়ীদের বুঝিয়ে অনলাইনে এনেছি। এই করোনার সময়ে যখন সবকিছু বন্ধ, তখন তাঁরা ঘরে বসেই এ সুবিধা নিয়েছেন।
কুমিল্লার কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী

এনবিআর জানায়, ভ্যাট রিটার্ন থেকে প্রতি মাসে ১০-১২ হাজার কোটি টাকা আসে। চলতি এপ্রিল মাসে তা কমে ৭ হাজার কোটি টাকায় নেমে এসেছে। তবে করোনার সময়ে প্রযুক্তি ব্যবহার করে যে রিটার্ন দাখিল নিশ্চিত করা যায়, তা দেখিয়েছে দেশের দুটি ভ্যাট কমিশনারেট। ওই দুটি কমিশনারেট হলো কুমিল্লা ও যশোর। এই দুটি কমিশনারেটে ভ্যাট রিটার্ন জমার হার ৯৫ শতাংশ। শীর্ষে আছে কুমিল্লা ভ্যাট কমিশনারেট। কুমিল্লা ভ্যাট কমিশনারেটের আওতায় ছয়টি জেলায় ভ্যাট নিবন্ধিত ১০ হাজার ৩২৪টি প্রতিষ্ঠান আছে। গত মার্চ মাসে ৯ হাজার ৮৫৬ প্রতিষ্ঠান রিটার্ন দিয়েছে। এর মধ্যে ১৪টি সনাতনী পদ্ধতিতে ও বাকিগুলো অনলাইনে জমা হয়েছে।

কীভাবে সম্ভব হলো—এমন প্রশ্নের জবাবে কুমিল্লার কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, ‘এক বছর ধরে ব্যবসায়ীদের বুঝিয়ে অনলাইনে এনেছি। এই করোনার সময়ে যখন সবকিছু বন্ধ, তখন তাঁরা ঘরে বসেই এ সুবিধা নিয়েছেন।’
এক বছর আগেও সনাতনী পদ্ধতিতে ভ্যাট রিটার্ন দিত কুমিল্লাভিত্তিক শিল্পগোষ্ঠী ফরিদ গ্রুপ। এক বছর ধরে অনলাইনে রিটার্ন দিচ্ছেন বলে জানান গ্রুপটির পরিচালক জহিরুল হক।

এনবিআর সূত্রে জানা গেছে, নতুন ভ্যাট আইনে প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার বিধান আছে। তা না হলে ১০ হাজার টাকা জরিমানা এবং নির্ধারিত ভ্যাটের টাকার ওপর ২ শতাংশ হারে সুদ আরোপ হয়।