মুদ্রা বিনিময় চুক্তির মেয়াদ বাড়াচ্ছে চীন ও আর্জেন্টিনা

চীনা মুদ্রা ইউয়ান
ছবি: এএফপি

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে চীনের সঙ্গে স্বাক্ষরিত মুদ্রা বিনিময় চুক্তির মেয়াদ বাড়াচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা। এ নিয়ে আলোচনার পর উভয় দেশ চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। গত রোববার আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের

অর্থনীতির গতি ফেরাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ঋণচুক্তি করতে চায় আর্জেন্টিনা। তবে এই ঋণ পাওয়ার অন্যতম শর্ত হলো, দেশটিকে আগে নিজেদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে হবে; যাতে বাণিজ্য ব্যয় মেটানো ও ভবিষ্যৎ ঋণ পরিশোধের মতো প্রয়োজনীয় অর্থ হাতে থাকে।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ গত বছরের নভেম্বরে চীনের সঙ্গে ৫০০ কোটি ডলারের এই মুদ্রা বিনিময় চুক্তির ঘোষণা দেন। তিন মাসের মাথায় নতুন করে আবার চুক্তি নবায়নের দিকে যাচ্ছে দুই দেশ।

ব্রাজিলের পর আর্জেন্টিনার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার হলো চীন। পাশাপাশি দেশটি রপ্তানির ক্ষেত্রেও আর্জেন্টিনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ গন্তব্য। চীনের সঙ্গে মুদ্রা বিনিময় চুক্তির মাধ্যমে লাভবান হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে মুদ্রা বিনিময় চুক্তি কার্যকর করা হয়েছে। এর মাধ্যমে আর্জেন্টিনার বাজারে চীনা মুদ্রা ইউয়ানের ব্যবহার আরও বাড়বে বলে আশা করছে তারা।

বিবৃতিতে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এই চুক্তির মাধ্যমে ১৩ হাজার কোটি (১৩০ বিলিয়ন) ইউয়ানের একটি আন্তর্জাতিক রিজার্ভ গঠন ও বৈদেশিক বাণিজ্যের ব্যয় নির্বাহের জন্য আলাদা ৩ হাজার ৫০০ কোটি (৩৫ বিলিয়ন) ইউয়ানের একটি বিশেষ রিজার্ভ গঠন করা হবে।

সাধারণত সিংহভাগ দেশ যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারে বৈদেশিক মুদ্রার রিজার্ভ জমা রাখে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন মুদ্রা ইউরো, জাপানের মুদ্রা ইয়েন ও চীনের মুদ্রা ইউয়ানে কিছু মজুত রাখা হয়। বিদেশি মুদ্রার পাশাপাশি ব্যাংক নোট, বন্ড, আমানত, ট্রেজারি বিল ও অন্যান্য সরকারি সিকিউরিটিজের মাধ্যমেও বৈদেশিক মুদ্রার মজুত রাখা হয়।

বিশ্লেষকেরা বলছেন, আর্জেন্টিনা যে চীনা মুদ্রা ইউয়ানে রিজার্ভ সংরক্ষণ করছে, এর মধ্য দিয়ে হার্ড কারেন্সি হিসেবে ইউয়ানের অবস্থান আরও শক্তিশালী হবে। ডলারকে পাশ কাটানোর যে চেষ্টা চীন-রাশিয়া করছে, তার পালে আরও হাওয়া লাগবে।