ভূমিকম্প–সহনীয় উচ্চশক্তির রড বাজারে আনল জিপিএইচ
দেশে প্রথমবারের মতো উচ্চশক্তির নতুন রড বাজারে এনেছে জিপিএইচ ইস্পাত। কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি নতুন এই রডের নাম ‘জিপিএইচ কোয়ান্টাম বি সিক্স হান্ড্রেড ডি–আর’। এই রডের বিশেষত্ব হলো ভূমিকম্প–সহনীয় কাঠামোতে এই রড ব্যবহার অধিক নিরাপদ।
এর আগে গত নভেম্বরে একই গ্রেডের আরেকটি ‘জিপিএইচ কোয়ান্টাম বি সিক্স হান্ড্রেড সি–আর’ বাজারজাত করেছে প্রতিষ্ঠানটি। নতুন রড নিয়ে গত সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের র্যাডিসন হোটেলে কারিগরি সেমিনারের আয়োজন করে প্রতিষ্ঠানটি।
সেমিনারে অংশ নেন সরকারি–বেসরকারি খাতের তিন শতাধিক প্রকৌশলী ও স্থপতি।
বাজারে এখন ৫০০ গ্রেডের রডের প্রচলন বেশি। জিপিএইচ ইস্পাতের নতুন রড ৬০০ গ্রেডের। জিপিএইচের এই উচ্চশক্তির রড তৈরির সুযোগ হয়েছে মূলত কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহারে।
নতুন রড নিয়ে সেমিনারে বুয়েটের সাবেক অধ্যাপক শামীম জেড বসুনিয়া বলেন, নতুন এই রড ব্যবহারে ৫০০ গ্রেডের তুলনায় ১৭ শতাংশ এবং ৪২০ গ্রেডের তুলনায় সর্বোচ্চ ৩০ শতাংশ রডের ব্যবহার কমানো যাবে। এই রড ব্যবহারে ভবনের কলাম ও সেকশনের আকার কমবে, মেঝের জায়গা বাড়াবে।
অনলাইনে যুক্ত হয়ে মূল প্রবন্ধে বুয়েটের অধ্যাপক রাকিব আহসান বলেন, বুয়েটের পরীক্ষিত জিপিএইচের নতুন এই রড নির্মাণ খাতে আমূল পরিবর্তন নিয়ে আসবে। রডের ব্যবহার কমানো গেলে কংক্রিট দেওয়ার জায়গা বাড়বে। নির্মাণের গুণগত মান ভালো হবে। আবার ভূমিকম্প–সহনীয় কাঠামো–নকশায় এই উচ্চশক্তির রড ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন তিনি।
সেমিনারে বক্তব্য দেন জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, জিপিএইচ ইস্পাতের কারিগরি উপদেষ্টা আবু সাঈদ মো. মাসুদ। জিপিএইচের নতুন প্রযুক্তি নিয়ে মাল্টিমিডিয়া উপস্থাপনা করেন প্রতিষ্ঠানটির উপমহাব্যবস্থাপক সাইফুল ইসলাম। ধন্যবাদসূচক বক্তব্য দেন চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার শোভন মাহবুব শাহাবুদ্দীন রাজ।
জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, গুণগত মানের পণ্য ব্যবহার যত বাড়বে, ততই এ ধরনের পণ্য বাজারে আসবে। জিপিএইচের নতুন প্রযুক্তিতে তৈরি রড গুণগত মানের পাশাপাশি পরিবেশবান্ধবও।
অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল বলেন, ‘দেশের মানুষের প্রতি আমাদের ঋণ আছে। এই ঋণ শোধ করতে দেশে প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস এনেছি আমরা। দেশের প্রতি দায়িত্ববোধ থেকে আমরা এই চ্যালেঞ্জ নিয়েছি।’ এই প্রচেষ্টা সমর্থনের জন্য প্রকৌশলী ও স্থপতিদের প্রতি আহ্বান জানান তিনি।