তেল ও গ্যাসকে দানব বানানো ঠিক নয়: ইলন মাস্ক

ইলন মাস্কফাইল ছবি: রয়টার্স

পৃথিবী রক্ষা করতে কার্বন নিঃসরণ কমানোর প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। তবে তিনি বলেছেন, এ ক্ষেত্রে তেল ও গ্যাসকে দানব বানানো যাবে না।

ডানপন্থী রাজনীতিবিদদের এক সম্মেলনে এ কথা বলেছেন টেসলার কর্ণধার ইলন মাস্ক। ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির রাজনৈতিক দল ব্রাদার্স অব ইতালির এক অনুষ্ঠানে ইলন মাস্ক এ কথা বলেছেন। সেখানে তিনি বলেন, স্বল্প মেয়াদে জলবায়ু পরিবর্তন নিয়ে যে সতর্কবাণী দেওয়া হয়, তা অতিরঞ্জিত। একই সঙ্গে তিনি আরও বলেছেন, জলবায়ু পরিবর্তনবিরোধী আন্দোলন এতটাই বেশি কোলাহল তুলেছে যে মানুষ ভবিষ্যতের ওপর আস্থা হারাতে শুরু করেছে।

চলতি মাসের জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ–২৮ শীর্ষ সম্মেলনে বিশ্বের প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানোর বিষয়ে একমত হয়েছেন। তাঁরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের রাশ টেনে ধরতে এর বিকল্প নেই, অর্থাৎ তারা সেখানে তেলের যুগ অবসানের ইঙ্গিত দিয়েছেন।

ইলন মাস্ক নিজেকে একজন পরিবেশবাদী হিসেবেই ভাবেন। বলেছেন, শিল্পকারখানাগুলো জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে যেভাবে বাতাসে বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ করছে, তা কমানোও গুরুত্বপূর্ণ।

মাস্ক আবার বলেন, ‘মধ্য মেয়াদে তেল ও গ্যাসকে দানব হিসেবে চিহ্নিত করা আমাদের উচিত হবে না।’

এদিকে ইতালিতে তাঁর কোম্পানি বিনিয়োগ করবে কি না—এমন প্রশ্নের জবাবে ইলন মাস্ক বলেন, দেশটির জন্মহার কমার প্রবণতা নিয়ে তিনি চিন্তিত। বলেন, ‘আমি মনে করি, বিনিয়োগের জন্য ইতালি খুবই ভালো জায়গা। কিন্তু এই বিষয়ে জোর দিয়ে বলতে চাই, দেশটির নিম্ন জন্মহার নিয়ে আমি উদ্বিগ্ন। শ্রমিকের সংখ্যা যদি কমে যায়, তাহলে কাজ করবে কে।’

ইতালি সরকারের প্রতি মাস্কের আহ্বান, জনগণকে আরও বেশি করে সন্তান নেওয়ার জন্য প্রণোদনা দেওয়া হোক। বলেন, একটি দেশ কেবল অভিবাসীদের ওপর নির্ভর করে থাকতে পারে না।

দেশের ভবিষ্যৎ জনসংখ্যাগত সংকট মোকাবিলায় ইতালি আগামী বছরের বাজেটে ১০৯ কোটি মার্কিন ডলার বরাদ্দ করেছে। গত বছরে যত শিশু জন্ম নিয়েছে, তাতে দেখা গেছে এ নিয়ে টানা ১৪ বছর ইতালিতে জন্মহার কমেছে। এমনকি ১৮৬১ সালে দেশটি একীভূত হওয়ার পর গত বছরই জন্মহার ছিল সবচেয়ে কম।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের বিজ্ঞাপনদাতাদের নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করার পর ইতালির অনুষ্ঠানে তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি সব উদ্বেগ উড়িয়ে দেন। বলেন, বিজ্ঞাপনদাতারা এক্সে ফিরতে শুরু করেছেন।