ভারতের বিদেশি মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে

ডলার
ছবি: রয়টার্স

ভারতের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুত আরও বেড়েছে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার তথ্যানুসারে, ৫ মে শেষ হওয়া সপ্তাহে ভারতের বিদেশি মুদ্রার রিজার্ভ আরও ৭১৯ কোটি ডলার বেড়ে ৫৯৫ দশমিক ৯৭ বিলিয়ন বা ৫৯ হাজার ৫৯৭ কোটি ডলারে উন্নীত হয়েছে।

এ নিয়ে টানা দ্বিতীয় সপ্তাহ ভারতের রিজার্ভ বাড়ল। ৫ মে শেষ হওয়া সপ্তাহের আগের সপ্তাহে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ৪৫৩ কোটি ডলার বেড়ে দাঁড়ায় ৫৮৮ দশমিক ৭৮ বিলিয়ন বা ৫৮ হাজার ৮৭৮ কোটি ডলার।

একই সঙ্গে দেশটির স্বর্ণ মজুতের পরিমাণও বেড়েছে। ৫ মে শেষ হওয়া সপ্তাহে মজুত স্বর্ণের মূল্যমান বেড়েছে ৬৫ কোটি ডলার।

এর আগে ২০২১ সালের অক্টোবর মাসে ভারতের বিদেশি মুদ্রার রিজার্ভ সর্বকালীন রেকর্ড উচ্চতায় ওঠে। তখন রিজার্ভের পরিমাণ ছিল ৬৪৫ বিলিয়ন বা ৬৪ হাজার ৫০০ কোটি ডলার। তবে এরপর ২০২২ সাল থেকে ডলারের বিনিময় হার বৃদ্ধি ও আমদানি পণ্যের মূল্যবৃদ্ধির কারণে রিজার্ভ কমেছে বলে এনডিটিভির সংবাদে উল্লেখ করা হয়েছে।

সেই সঙ্গে রুপির দরপতন ঠেকাতে আরবিআই বাজারে হস্তক্ষেপ করায় বিদেশি মুদ্রার রিজার্ভ কমেছে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক ডলারের দরবৃদ্ধি ঠেকাতে বাজারে ডলার বিক্রি করে।

তবে সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের বিদেশি মুদ্রার মজুত ভালো অবস্থায় আছে। পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ—সব দেশেই বিদেশি মুদ্রার মজুত গত এক বছরে অনেকটাই কমেছে।

ভারত মূলত কম দামে রাশিয়ার তেল আমদানি করায় তার বিদেশি মুদ্রার মজুতে তেমন একটা চাপ পড়েনি। দেশের বাজারে মূল্যস্ফীতিও বাড়েনি। যদিও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে রিজার্ভ কমার পাশাপাশি মূল্যস্ফীতি অনেকটা বেড়েছে।