শুরু হচ্ছে টিসিবির স্মার্ট পরিবার কার্ড বিতরণ, পণ্য বিক্রিও শুরু কাল

টিসিবি

আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) স্মার্ট পরিবার কার্ড বিতরণ শুরু হচ্ছে। সারা দেশে ফ্যামিলি কার্ডধারী এক কোটি নিম্ন আয়ের পরিবারের কাছে পণ্য বিক্রি করে সংস্থাটি। এই পরিবার কার্ডধারীরাই এখন স্মার্ট কার্ডের আওতায় আসবেন।

এ ছাড়া ধারাবাহিক কর্মসূচি হিসেবে একই দিন নভেম্বর মাসের পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে বলে টিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সারা দেশে এক কোটি পরিবার টিসিবির পরিবার কার্ডের আওতায় রয়েছে। এসব পরিবার স্মার্ট কার্ডের মাধ্যমে পণ্য কিনতে পারবেন। রাজধানীর মালিবাগে পিউব্লিউডি মিলনায়তনে আগামীকাল এই কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। একই সময় তিনি নভেম্বর মাসের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমেরও উদ্বোধন করবেন।

টিসিবির তথ্য কর্মকর্তা হ‌ুমায়ূন কবির প্রথম আলোকে বলেন, স্মার্ট কার্ড বিতরণ আগামীকাল শুরু হলেও সারা দেশে এই কার্ড বিতরণের কাজ শেষ করতে তিন মাসের মতো সময় লাগবে। এ সময় যাঁরা স্মার্ট কার্ড পাবেন, তাঁরা স্মার্ট কার্ডে পণ্য নেবেন। যাঁদের কাছে পুরোনো কার্ড থাকবে, তাঁরা ওই কার্ডেই পণ্য নিতে পারবেন।

তবে সারা দেশে কার্ড বিতরণের কাজ শেষ হলে টিসিবির পণ্য কিনতে স্মার্ট কার্ডই ব্যবহার করতে হবে জানান হ‌ুমায়ূন কবির। তিনি আরও বলেন, ঢাকার উত্তর সিটি করপোরেশনে কিছু স্মার্ট কার্ড প্রাথমিকভাবে দেওয়া হয়েছিল। তাদের জন্যও নতুন স্মার্ট কার্ড করা হয়েছে। আগের কার্ড পরিবর্তন করে নতুন স্মার্ট কার্ড নিতে হবে। স্মার্ট কার্ড বিনা মূল্যে বিতরণ করা হবে বলে জানান তিনি।

এদিকে নভেম্বর মাসে পরিবার কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল অথবা কুঁড়ার (রাইস ব্র্যান) তেল, পাঁচ কেজি চাল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন বা কুঁড়ার তেলের দাম রাখা হবে ১০০ টাকা। আর প্রতি কেজি চাল ৩০ টাকা, মসুর ডাল ৬০ টাকা ও প্রাপ্যতা সাপেক্ষে প্রতি কেজি চিনি ৭০ টাকা দামে বিক্রি করবে টিসিবি।

বাজারে চিনির দাম নতুন করে বেড়েছে। প্রতি কেজি খোলা চিনি বিক্রি হচ্ছে ১৩৮ থেকে ১৪০ টাকায়। যেহেতু টিসিবি প্রাপ্যতা সাপেক্ষে চিনি বিক্রি করবে, তাই অনেক ক্রেতা ভর্তুকি দামে চিনি না–ও পেতে পারেন। সরবরাহ–সংকটের কারণে এর আগেও টিসিবি তালিকায় থাকা পণ্য বিক্রি করতে পারেনি।

গত মাসে কেজিপ্রতি ৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করেছিল টিসিবি। কিন্তু চলতি মাসের কার্যক্রমে টিসিবি পেঁয়াজ বিক্রি করবে না বলে জানিয়েছে। বাজারে পেঁয়াজের দামও চড়া। প্রতি কেজি দেশি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। আর আমদানি করা পেঁয়াজের দাম ১০০ থেকে ১১০ টাকা। নতুন পেঁয়াজ না ওঠা পর্যন্ত বাজারে পেঁয়াজের দাম বেশি থাকবে বলে জানিয়েছেন বিক্রেতারা।

টিসিবি আগে খোলাবাজারে ট্রাকে করে পণ্য বিক্রি করত। পণ্য বিক্রিতে তখন বিভিন্ন অনিয়মের অভিযোগের কথা শোনা গেছে। তবে গত বছরের মাঝামাঝি থেকে সরকারি সংস্থাটি পরিবার কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করে। এসব পরিবার কার্ড বিতরণ করা হয় স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে। পরিবার কার্ডের মাধ্যমে পণ্য বিক্রির ফলে অনিয়মের অভিযোগ আগের তুলনায় কমে এসেছে।