নভেম্বরের মধ্যে ডানা মেলছে ফ্লাই ঢাকা, সবাইকে সমান সেবা দেওয়ার অঙ্গীকার

দেশের ১২তম বেসরকারি বিমান পরিবহনসেবা হিসেবে আকাশে ডানা মেলতে যাচ্ছে ফ্লাই ঢাকা। তবে এখনই নয়, চলতি বছরের নভেম্বর মাসের মধ্যে তারা আকাশে ডানা মেলতে যাচ্ছে।

কোম্পানিটি বলেছে, সব যাত্রীকে সমান সেবা দেওয়া হবে; এ ছাড়া নিরাপত্তার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছে তারা।

ফ্লাই ঢাকা দেশের অভ্যন্তরীণ রুটে এটিআর ৭২-৬০০ মডেলের বিমান নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে বলে জানা গেছে। তবে আন্তর্জাতিক পথের বিমানযাত্রা নিরাপদ করতে ফ্লাই ঢাকা এয়ারবাস ও বোয়িংয়ের উড়োজাহাজ দিয়ে উড়ান পরিচালনা করবে।
নিয়ম অনুসারে, অভ্যন্তরীণ পথে অন্তত এক বছর উড়ান পরিচালনার পর আন্তর্জাতিক পথে বিমান চালনার অনুমোদন পাবে ফ্লাই ঢাকা।

এ বিষয়ে ফ্লাই ঢাকা এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. জেনারেল (অব.) মোল্লা ফজলে আকবর প্রথম আলোকে বলেন, ‘বিমান পরিচালনার নিয়ম মেনে আমরা আন্তর্জাতিক পথেও বিমান চালাতে চাই; ভারত, নেপাল, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের পথে আমরা উড়ান পরিচালনা করতে চাই। এ লক্ষ্যে বড় একটি আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার সঙ্গে আমরা সহযোগিতায় যাচ্ছি।’

গত ২৫ বছরে দেশের আকাশ থেকে অন্তত ৮টি বেসরকারি বিমান পরিচালনা সংস্থা ডানা গুটিয়ে নিতে বাধ্য হয়েছে। মূলত নগদ অর্থের সংকটে তাদের এ দশা হয়েছে; এ তালিকায় সর্বশেষ সংযোজন রিজেন্ট এয়ারওয়েজ।

ফ্লাই ঢাকা কার্যক্রম শুরু করলে দেশের বাজারে তাদের নিয়ে মোট চারটি বিমান পরিবহন সংস্থা কার্যক্রম পরিচালনা করবে। বাকি তিনটি হচ্ছে নভো এয়ার, ইউএস বাংলা এয়ারলাইনস ও এয়ার অ্যাস্ট্রা।

দেশের তিনটি বেসরকারি বিমান সংস্থার চেয়ে আপনারা ভিন্ন কী সেবা দেবেন—এমন প্রশ্নের জবাবে ফজলে আকবর বলেন, ‘সবাই নিশ্চয়ই তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করে; আমি বলব, সবাই যা বলে, আমরা তা করে দেখাতে চাই। মানুষকে সেবা দিতে চাই। এখন কিন্তু সাধারণ মানুষও বিমানে যাতায়াত করছে; তাদের যেন মনে না হয় যে ভিআইপি বা ক্ষমতাবানেরা বেশি সেবা পাচ্ছে। মানুষ যেন মনে করে, আমরা সবাইকে একই রকম সেবা দিচ্ছি।’

ফজলে আকবর আরও বলেন, ‘দেশে যাঁরা রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠান, তাঁরা অনেক সময় উড়োজাহাজে যথাযথ মর্যাদা বা সম্মান পান না। এটা হওয়া উচিত নয়। আমরা সেই ধারার অবসান ঘটাতে চাই; সব মানুষ সমান—এটাই আমাদের দৃষ্টিভঙ্গি।’